কেন বৃদ্ধাশ্রমের আশ্রয়ে কিংবদন্তী এই ৫ জন!||This is why the old shelter Legends 5!


If necessary, an old growth story is the story of five. This can be seen in the film four out of five people will eventually run away from old age. But they do not find peace anywhere brddhasramei returned.

Since the beginning of the conquest of SA Haque Alik directed to one of the world love the movie started. "Love the Earth" is a picture of the romantic genres. The film has played together for the first time with legendary actors, five Hasan Imam, ATM Shamsuzzaman, Abul Hayat, Amirul Haque Chowdhury and Sharmila Ahmed. Let's hear the expression of opinions in the context of the five gifted film.

In the context of the film starring Hasan Imam, said: "For the first time under the direction of oleic my work. There are several statements in his movies. Which has been seriously trying to tell visitors not to take it for granted that. "

ATM Shamsuzzaman said, "the story of the film is beautiful. I rejoice in it. After a long time we were together. It's liking things. "

Said Abul Hayat, together with three prominent Imam Hassan my teacher played a great pleasure to be able to work with the artist. It is a great to get a. Perhaps it is due to a peculiarity of our audience will demand. "

Amirul Haque Chowdhury said, "My greatest joy milanamelatai. In addition, the film is also excellent. "

Sharmila Ahmed said, "good deeds a different assessment. She is such a good job. "

"Love the Earth" story, dialogues, screenplay and director of SA Haque Alik wrote itself. The film is starring opposite actress airinera Asif newbie hero.



গল্পের প্রয়োজনে একটি বৃদ্ধাশ্রমে পাঁচজন বৃদ্ধর গল্প তুলে ধরা হয়। ছবিতে দেখা যাবে এই পাঁচজনের মধ্য থেকে চারজন একসময় বৃদ্ধাশ্রম থেকে পালিয়ে যাবেন। কিন্তু কোথাও শান্তি খুঁজে না পেয়ে আবার তারা বৃদ্ধাশ্রমেই ফিরে আসেন।

বিজয়ের মাসের প্রথম থেকেই এসএ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ ছবির কাজ শুরু। ‘এক পৃথিবী প্রেম’ সম্পূর্ণ রোমান্টিক ঘরানার একটি ছবি। ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন জীবন্ত কিংবদন্তি বিশিষ্ট অভিনয়শিল্পী পাঁচজন হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী ও শর্মিলী আহমেদ। ছবিটিতে অভিনয় প্রসঙ্গে চলুন শুনে আসি পাঁচজন গুনীর অভিব্যক্তির মতামত।

ছবিটিতে অভিনয় প্রসঙ্গে হাসান ইমাম বলেন, ‘অলিকের নির্দেশনায় এবারই প্রথম আমার কাজ করা। তার চলচ্চিত্রে বেশকিছু বক্তব্য আছে। যা গম্ভীরভাবে না বলে হালকাভাবে বলার চেষ্টা করা হয়েছে যাতে দর্শক তা গ্রহণ করতে পারে।’

এটিএম শামসুজ্জামান বলেন, ‘ছবির গল্প সুন্দর। কাজ করেও আনন্দ পাচ্ছি। অনেকদিন পর আমরা একত্রিত হলাম। এটাও ভালোলাগার বিষয়।’

আবুল হায়াত বলেন, একসঙ্গে আমার গুরু হাসান ইমামসহ আরও তিনজন বিশিষ্ট অভিনয় শিল্পীর সঙ্গে কাজ করতে পারাটা ভীষণ আনন্দের। এটা এক বিরাট পাওয়াও বটে। হয়তো আমাদের কারণে কাজটা একটা বিশেষত্বও দাবি করবে দর্শকের কাছে।’

আমিরুল হক চৌধুরী বলেন, ‘আমার মিলনমেলাটাই সবচেয়ে বেশি আনন্দের। পাশাপাশি ছবির কাজও চমৎকার হচ্ছে।’

শর্মিলী আহমেদ বলেন, ‘ভালো কাজের মূল্যায়নই আলাদা। সে রকম ভালো একটি কাজ হচ্ছে।’

‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক এসএ হক অলিক নিজেই। ছবিতে চিত্রনায়িকা আইরিনের বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক আসিফ।
to know more news

Share this

Related Posts

Previous
Next Post »