অল্পের জন্য রক্ষা পেলেন সাকিব আল হাসান ।

কটুর জন্য সকাল বেলাতেই বড় এক দুঃসংবাদ শোনার হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ। আজ সকালে কক্সবাজারের ইনানি ​সৈকতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অলরাউন্ডার সাকিব আল হাসানকে কক্সবাজারে পৌঁছে দিতেই উড়ে গিয়েছিল হেলিকপ্টারটি। 
জানা গেছে বিজ্ঞাপনের একটি কাজে অংশ নিতে সাকিব এখন কক্সবাজারে। ইনানির একটি হোটেলে তাঁকে নামিয়ে দিতে বেসরকারি প্রতিষ্ঠানের এই হেলিকপ্টার উড়ে যায়। সাকিবকে নামিয়ে দিয়ে ফেরার পথে কিছু দূর গিয়ে ইনানি সৈকতেই বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এতেই হতাহতের ঘটনা ঘটে। সাকিব এর আগেই নেমে গেছেন। তিনি নিরাপদে আছেন। সাকিবের সঙ্গে কক্সবাজারে শুটিং করতে যাওয়া নাফিজ আহমেদ মোমেন প্রথম আলোকে জানিয়েছেন, ‘আমরা নিরাপদেই ল্যান্ড করেছি। আমাদের নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গেই আরও 
কজন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি ফিরে যাচ্ছিল। হেলিকপ্টারের পাখা তখনো বন্ধই হয়নি। শুধু আমাদের নামিয়েছে আর ওদের তুলে নিয়েছে। এরপর কিছু দূর গিয়ে ইনানি সৈকতেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।’স্বাভাবিকভাবেই সাকিব কেমন আছেন এ নিয়ে মানুষের মধ্যে প্রবল উদ্বেগ দেখা দিয়েছে। নাফিজ আশ্বস্ত করেছেন, ‘আমরা সবাই নিরাপদেই আছি। ফিরে যাওয়ার পথে ঘটনাটি ঘটেছে। এর আগেই আমরা নেমে যাই। যত দূর জানি, হেলিকপ্টারের পাইলট আর তাঁর পাশে বসা যাত্রীই বেশি আঘাত পেয়েছেন। পাশে বসে ছিলেন শাহ আলম ভাই। তিনি মারা গেছেন। আর পাইলটকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে। তিনজন আহত হয়েছেন এই ঘটনায়।’

One morning during the big narrowly escaped from the hands of Bangladesh to hear bad news. Cox's Bazar beach in a helicopter crash this morning Inani. One person was killed and three were injured in the incident were reported. Shakib Al Hasan helicopter flew in Cox's Bazar to pay.

According to the ad leads to a trip to take part in Cox's Bazar. Inani him to a hotel down the helicopter to fly non-governmental organizations. Shakib dropped back some distance from the helicopter crashed Inani saikatei. This casualties. Shakib has already dropped. He is safe. Momen Ahmed Nazif with him to go to the first light shooting Cox said, "We've landed safely. A helicopter carrying more down with us immediately going back. Fan helicopter was still closed. Just push us up and took them. After some distance, how are you going to Shakib hayasbabhabikabhabei Inani saikatei crash of the concerns of the people has prevailed. Nazif has assured, "We're all safe. The incident happened on the way to the back. Before we go down. As far as I know, the helicopter pilot and the passengers sitting beside him hurt more. Shah Alam was sitting next to his brother. He died. The pilot was taken to Dhaka. Three people were injured in this incident. "
TO KNOW MORE NEWS

Share this

Related Posts

Previous
Next Post »