গাইবান্ধায় কোরআন শরীফ তেলাওয়াত না করায় মাটিতে পরিণত!|Do not recite the Qur'an enters into the ground!


দুই বছর পবিত্র কোরআন শরীফ ব্যবহার ও তেলাওয়াত না করায় মাটিতে পরিণত হয়েছে। মাটিতে রূপান্তর হওয়া এমন দুটি কোরআন শরীফের সন্ধান পাওয়া গেছে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাহপুর গ্রামের হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বাড়ীতে।
মঙ্গলবার বিকেলে হাবিবুর রহমানের বৃদ্ধা মা ওমিছান নেছা বিষয়টি দেখতে পান।
এদিকে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে কোরআন শরীফ দুটি এক নজর দেখার জন্য ওই বাড়ীতে ভির করছেন আশপাশ এলাকার শিশুসহ নারী-পুরুষরা
বিষয়টি জানতে পেরে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গেলে ওমিছান নেছা সাংবাদিকদের জানান, তার ছেলে হাবিবুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার একটি গার্মেন্টে চাকুরী করেন। তিনি গত দুই বছর আগে তার ঘরে থাকা একটি শোকেজের ভিতরে কোরআন শরীফ দুইটি পৃথক ভাবে রেহেলে রেখে যান। এরপর তিনি মাঝে মধ্যে বাড়িতে আসলেও কোরআন শরীফ দুটির প্রতি কোন নজর পড়েনি।
ওমিছান নেছা আরো জানান, মঙ্গলবার বিকেলে ঘর ও ঘরের শোকেজসহ অন্যান্য মালামাল পরিস্কার করতে গিয়ে কোরআন শরীফ দুটি মাটিতে পরিণত হওয়ার বিষয়টি দেখতে পান।
কোরআন শরীফ দুটিতে দেখা যায়, দীর্ঘদিন ব্যবহার ও তেলাওয়াত না করায় কোরআন শরীফের কাগজ বা আরবী হরফের কোন চিহ্ন নেই। সম্পূর্ণ কোরআন শরীফ দুটি একদম পরিপূর্ণ মাটিতে পরিণত হয়েছে। তবে কোরআন শরীফ দুটির উপরের প্লাষ্টিক দিয়ে মোড়ানো কভার পাতা ও প্লাষ্টিকের রেহেল দুটি ঠিক আগের মতোই রয়েছে।
উত্তর মরুয়াদহ জামে মসজিদের ইমাম ফিরোজ শাহ বাবলু স্বাধীনবাংলা’কে জানান, এটি একটি আল্লাহর নিদর্শন। মানুষ মাটির সৃষ্টি, মানুষ একদিন মাটিতেই পরিণত হবে। যার নিদর্শন হিসেবে কোরআন শরীফ দুটিও মাটিতে পরিণত হয়েছে। পৃথিবী যতদিন থাকবে আল্লাহ ততদিনই এ রকম কিছু নিদর্শন দুনিয়াতে পাঠাবেন
Do not use the recitation of the holy Quran and the two years the ground has become. Into the ground that the Quran was found two Banagram Union habibullahapura village in Gaibandha district owns a house of a man named Habibur Rahman.

Habibur Rahman on Tuesday afternoon to see the old mother omichana Nesa.
The spread in the area after the incident, two of the Qur'an in one eye for viewing the surrounding area, including men and women doing the same at home Veer

Knowing that in the evening the omichana Nesa told reporters at the scene, Habibur Rahman, his wife and children at his son's job in a garment factory. He left his home in the last two years before the Qur'an inside a sokejera left rehele two separate ways. At home, he really did not have any attention to both the Qur'an.

Omichana Nessa said, on Tuesday afternoon to clean the house and the house of the Qur'an sokejasaha other materials into the ground to see the issue.

There are two copies of the Quran, the Quran did not read the paper or long-term use, and there is no sign in Arabic script. The Qur'an has become the perfect complement to the ground. Cover with plastic wrap on top of both the Qur'an and the plastic rehela two are exactly the same.

Bablu sbadhinabanlake maruyadaha Feroz Shah said the Imam of Jama Masjid, it is a sign of God. The creation of man from clay, soil will become one people. As a sign of the Quran challenged on the ground has become. As long as the world remains the world, a sign that God would send such a lock
to know more news

Share this

Related Posts

Previous
Next Post »