Strange zoo: animals free man cage||আজব চিড়িয়াখানা : পশুরা মুক্ত : মানুষ খাঁচায়


"He's a heavy wonderland, is a minister of the king." The king is not a man, is the king of the forest. Such a country where the king of the jungle-Queen-minister-sentry're all able to relax comfortably. And cunopumtira 'prisoners. I heard a strange zoo. Where people come to see tigers and lions cage. Address recognize the strange zoo. His name lehe ledu Wildlife jyu. The audience is surrounded by fake car will be locked up. And to be left in the garden. Collection of the world's most ferocious animals there. Information shiver arouse the viewers to draw animals, the car was hanging on raw meat. The zoo was opened in 015. After the first three months ended tickets in advance. Authorities say around fierce, hungry animals wander, but there is nothing to fear. The tourists are given proper protection. Travel Zoo is monotonous, like all of us plan to give thrills. "
 ‘সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ।’ মানুষ রাজা নয়, বনের রাজার কথা হচ্ছে। এ এমনই দেশ যেখানে জঙ্গলের রাজা-রানি-মন্ত্রী-সান্ত্রী সকলেই দিব্যি আছেন খোশমেজাজে। আর ‘চুনোপুঁটিরা’ বন্দি। বলছি অদ্ভুত এক চিড়িয়াখানার কথা। যেখানে খাঁচায় বন্দি মানুষদের দেখতে আসে বাঘ-সিংহেরা। সেই অদ্ভুতুড়ে চিড়িয়াখানার ঠিকানা চিনে। তার নাম ‘লেহে লেদু ওয়াইল্ড লাইফ জ্যু’। সেখানে দর্শকদের জাল দিয়ে ঘেরা গাড়িতে তুলে তালাবদ্ধ করে দেয়া হবে। তারপর ছেড়ে দেয়া হবে বিশাল বাগানের মধ্যে। পৃথিবীর অধিকাংশ হিংস্র পশুর সংগ্রহ আছে সেখানে। শিহরণ জাগানো তথ্য হল, পশুদের দর্শকদের দিকে আকৃষ্ট করার জন্য, গাড়ির গায়ে ঝুলিয়ে দেয়া হয় কাঁচা মাংস। ২০১৫ সালে উদ্বোধন করা হয় চিড়িয়াখানাটি। এরপর প্রথম তিন মাসের প্রবেশ টিকিট অগ্রিম শেষ হয়ে গিয়েছিল। কর্তৃপক্ষ বলছে, চারিদিকে হিংস্র, ক্ষুধার্ত পশুরা ঘুরে বেড়ায় ঠিকই কিন্তু তাতে ভয়ের কিছু নেই। এখানে পর্যটকদের যথাযথ সুরক্ষা দেওয়া হয়। একঘেয়ে চিড়িয়াখানা ভ্রমণ নয়, সকলকে রোমাঞ্চ দিতেই আমাদের এ রকম পরিকল্পনা।’
to know more news

Share this

Related Posts

Previous
Next Post »