Foreign domestic workers in Oman under house arrest: Human Rights Watch


Asma came to Bangladesh from the United Arab Emirates for the job. But his recruiting agent who sells to an Omani man who took her passport and locked in Oman. 1 hours a day at her home, where she was forced to work, just like the food and sexual harassment were not allowed and not allowed in the ekatakao.
Human Rights Watch, many foreign domestic workers in Oman, thus being tortured. Oman is home to many foreign domestic workers were captured.
1 lakh 30 thousand foreign workers in Oman. Besides Bangladesh, the Philippines, Indonesia, India, Sri Lanka, Nepal and Ethiopia that workers are victims of violence.
Asma Khatun says, "I used to work in the morning at 4 pm and ended at 1am. Not once during the day, they would not let me sit. I would want to give up, we are you have purchased, you will be able to give us money. "
Kafala system in Oman due to the harassment of migrant workers are the owners.
The company says it has been a prisoner behind the door of the house a lot of migrant workers in Oman. Slavery, sexual abuse, beatings, not to pay a lot of them are victims of violence.
Human Rights Watch said in a report Wednesday.
Asma, like Human Rights Watch interviewed 59 migrant workers. Many of them said that they are being trafficked or forced to work by force. Their owners said they have purchased.
Omani authorities for their role in the protection of migrant workers, the organization urged.
বাংলাদেশ থেকে কাজের জন্য সংযুক্ত আরব আমিরাতে আসেন আসমা। কিন্তু তার রিক্রুটিং এজেন্ট তাকে একজন ওমানি ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, যিনি তার পাসপোর্ট আটকে রেখে ওমানে নিয়ে যায়। সেখানে তার বাড়িতে তাকে দিনে ২১ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হতো, ঠিক মতো খাবার দেয়া হতো না এবং যৌন হয়রানি করা হতো এবং তাকে একটাকাও বেতন দেয়া হয়নি।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ওমানে এভাবে নির্যাতনের শিকার হচ্ছে অনেক বিদেশী গৃহকর্মী। ওমানের অনেক বাড়িতে বিদেশী গৃহকর্মীরা বন্দী হয়ে রয়েছেন।
ওমানে ১ লাখ ৩০ হাজার বিদেশী শ্রমিক রয়েছে। বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, নেপাল আর ইথিওপিয়ার শ্রমিকরা এরকম নির্যাতনের শিকার হচ্ছেন।
আসমা খাতুন বলছেন, ”আমি ভোর সাড়ে ৪টায় কাজ শুরু করতাম, আর শেষ হতো রাত ১টায়। সারাদিনে তারা একবারও আমাকে বসতেও দিতো না। আমি কাজ ছেড়ে দিতে চাইলে বলতো, তোমাকে আমরা কিনে এনেছি, আমাদের টাকা দিলে তুমি যেতে পারবে।”
ওমানের কাফালা পদ্ধতির কারণে অভিবাসী শ্রমিকদের এই হয়রানির সুযোগ পাচ্ছেন মালিকরা।
সংস্থাটি বলছে, ওমানের অনেক বাড়ির দরজার আড়ালে বন্দী হয়ে রয়েছে অভিবাসী শ্রমিকরা। দাসত্ব, যৌন নির্যাতন, মারধর, বেতন না দেয়ার তো অনেক নির্যাতনের শিকার হচ্ছেন তারা।
বুধবার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
হিউম্যান রাইটস ওয়াচ আসমার মতো ৫৯জন অভিবাসী শ্রমিকের সাক্ষাৎকার নিয়েছে। এদের অনেকেই বলেছেন, তাদের পাচার করে বা জোর করে কাজে বাধ্য করা হচ্ছে। তাদের মালিকরা বলেছেন, তাদের তারা কিনে নিয়েছেন।
অভিবাসী শ্রমিকদের রক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য ওমানের কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে সংস্থাটি।
to know more 

Share this

Related Posts

Previous
Next Post »