IPhone at just 68!||মাত্র ৬৮ টাকায় আইফোন!


Incredible but true worth of a young 9-come iPhone 5 purchased at just 68! All students at the University of Punjab in India, only 68 Banasalera purchased this phone.

It's just 'Believe It Or Not "like event. May or may not believe. But the story is true.

All told, 99.7 percent saw an ad online discount sales of the iPhone 5 come. At first did not believe that the price of the phone 9 per thousand, so the discount is being offered at just 68! Do not waste a moment to think about anything, and he gave the phone to order.

But the company refused to pay to advertise on technical errors show nikhilake phone. Besides, they said, it was not a discount. The ad was published in error.

But Nikhil is not leaving the vessel. What's the deal with all the details of the company has been filed with the Consumer Forum. Drag the agency to court. All cases go to court to win. Go to the iPhone 5 at 68-S. The company did not give aiphonai only, due to the breach of contract with the customer has been fined.
অবিশ্বাস্য হলেও সত্য এক যুবক ২৯ হাজার টাকার আইফোন ৫-এস মাত্র ৬৮ টাকায় কিনেছেন! ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখিল বনশল মাত্র ৬৮ টাকায় এই ফোন কিনেছেন।

এ যেন ঠিক ‘বিলিভ ইট অর নট’ এর মতো ঘটনা। বিশ্বাস করতে পারেন আবার নাও পারেন। কিন্তু ঘটনা সত্য।

নিখিল জানান, অনলাইনে একটি বিজ্ঞাপনে দেখেন ৯৯.৭ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে আইফোন ৫-এস। প্রথমে বিশ্বাস করতে পারেননি যে ফোনের দাম ২৯ হাজার টাকা, এত ডিসকাউন্ট দিয়ে মাত্র ৬৮ টাকায় পাওয়া যাচ্ছে! কোনো কিছু না ভেবে এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি অর্ডার দিয়ে দেন ফোনটির।

কিন্তু সংস্থাটি বিজ্ঞাপন প্রকাশে কারিগরি ত্রুটি দেখিয়ে নিখিলকে ফোন দিতে অস্বীকার করে। পাশাপাশি তারা জানান, ওটা কোনও ডিসকাউন্ট ছিল না। ভুলবশত বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে।

কিন্তু নিখিলও ছাড়ার পাত্র নন। ওই সংস্থার সঙ্গে কী চুক্তি হয়েছে সব বিবরণ দিয়ে কনজিউমার ফোরামে মামলা করেন। আদালত পর্যন্ত টেনে নিয়ে যান সংস্থাটিকে। আদালতে মামলায় জিতে যান নিখিল। পেয়ে যান ৬৮ টাকায় আইফোন ৫-এস। আর সংস্থাটিকে শুধুমাত্র আইফোনই দিতে হয়নি, সেই সঙ্গে গ্রাহকের সঙ্গে চুক্তি ভঙ্গ করার কারণে জরিমানাও গুনতে হয়েছে।
to know more news

Share this

Related Posts

Previous
Next Post »