An obstacle to quitting smoking beautiful woman||ধূমপান ছাড়ার পথে বাধা সুন্দরী নারী


There is one thing common among smokers, or Mark tuyena once said, is very easy to give up smoking. I've done this a hundred times. Tuyena smoking to encourage debate about whether there is such a thing. However, a group of researchers at the University of Taiwan kaohasium of interesting information about smoking. The beautiful women or men from the way of smoking! They've got one of the study data.

The study was recently published in the journal Evolution and Human bihebhiyyara. The researchers also saw a beautiful woman willing to give up smoking can increase rates of smoking among men. Who wants to give up smoking, the researchers conducted a study on 76 people came to know this information.

The study participants were divided into two groups. A group of beautiful women and other women in the group are shown in the picture. Pictures show is said to them, if they can smoke. It can be seen, the man seen pictures of beautiful women have started smoking, they actually broke betting. They have nearly doubled the amount of smoke.

Researchers at the behavior of the 'mating maindaseta' called. I do not think that the future in the hands of the person or the immediate subject of paramount importance.
ধূমপায়ীদের মাঝে একটি কথা প্রচলিত আছে, মার্ক টুয়েন নাকি একবার বলেছিলেন, ধূমপান ছেড়ে দেওয়া খুবই সহজ। আমি এ কাজটি শতবার করেছি। ধূমপানে উৎসাহিত করতে টুয়েন এমন কথা বলেছেন কিনা এ নিয়ে বিতর্ক আছে। তবে তাইওয়ানের কাওহসিউং ইউনিভার্সিটির একদল গবেষক ধূমপান বিষয়ে মজার এক তথ্য দিয়েছেন। তা হলো-সুন্দরী নারীরা নাকি পুরুষের ধূমপানের পথে বাধা! এক গবেষণায় তারা এমন তথ্য পেয়েছেন।

গবেষণাটি সম্প্রতি ইভলিউশন অ্যান্ড হিউম্যান বিহেভিয়্যার জার্নালে প্রকাশিত হয়েছে। এতে গবেষকরা জানান, সুন্দরী নারী দেখলে ধূমপান ছেড়ে দিতে ইচ্ছুক পুরুষদের মাঝেও ধূমপানের হার বেড়ে যায়। ধূমপান ছেড়ে দিতে ইচ্ছুক এমন ৭৬ জন ব্যক্তির উপর সমীক্ষা চালিয়ে গবেষকরা এ তথ্য জানতে পেরেছেন।

সমীক্ষায় অংশগ্রহণকারীদেরকে দুটি দলে ভাগ করা হয়। একটি দলকে সুন্দরী নারী এবং অন্য দলকে সাধারণ নারীর ছবি দেখানো হয়। ছবি দেখিয়ে তাদেরকে বলা হয়, তারা চাইলে ধূমপান করতে পারেন। এতে দেখা যায়, যেসব পুরুষ সুন্দরী নারীর ছবি দেখেছেন তারা রীতিমত পণ ভেঙ্গে ধূমপান শুরু করেছেন। এমনকি তারা প্রায় দ্বিগুণ পরিমাণে ধূমপান করেছেন।

গবেষকরা এ আচরণকে ‘মেটিং মাইন্ডসেট’ বলে অভিহিত করেছেন। যে কারণে ব্যক্তি ভবিষ্যতের কথা চিন্তা না করে হাতে থাকা বা তাৎক্ষণিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে থাকেন।
to know more news

Share this

Related Posts

Previous
Next Post »