পিটুনিতে মুক্তিযোদ্ধার মৃত্যু, ওসিসহ ২ পুলিশ বরখাস্ত||Freedom beaten to death, suspended for two police osisaha


Jamalpur Railway (GRP) injured in the assault on the police, former military fighter Abdul Bari (60) over the death railway police officer in charge (OC) and a constable were suspended.

On Monday (11 July) evening, Jamalpur GRP police constable Amit Gaur Chandra Majumder and were suspended.

Meanwhile, a three-member committee has been formed to investigate the incident.

Earlier, at 3 pm at the Combined Military Hospital in Dhaka, died of freedom fighter Abdul Bari.

Gour Chandra Majumdar denied beating sacked OC, TC assaulted me in front of a freedom fighter Abdul Bari. He hit a constable and she hit him back. The platform was hit in the back of the head Abdul Bari.

The Railway Police (Chittagong) Nazrul Islam, has been charged with two suspended and a departmental inquiry. Jamalpur railway engineers, led by the Deputy Commissioner and has three-member inquiry committee. Necessary measures will be taken at the end of the investigation.

Jamalpur Sangsad commander, a former MP, said Islam Khoka, unless immediate action against the perpetrators of the movement, they will be announced.
জামালপুরে রেলওয়ে (জিআরপি) পুলিশের মারধরে আহত সাবেক সেনাসদস্য মুক্তিযোদ্ধা আব্দুল বারীর (৬০) মৃত্যুর ঘটনায় রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় জামালপুর জিআরপি থানার ওসি ‍ গৌর চন্দ্র মজুমদার ও কনস্টেবল অমিতকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এরআগে বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান মুক্তিযোদ্ধা আব্দুল বারী।
মারধরের কথা অস্বীকার করে বরখাস্তকৃত ওসি গৌর চন্দ্র মজুমদার  বলেন, টিসি অফিসের সামনে মুক্তিযোদ্ধা আব্দুল বারী আমার ওপর চড়াও হন। তিনি এক  কনস্টেবলকে ধাক্কা দিলে সেও তাকে পাল্টা ধাক্কা দেয়। এতে প্ল্যাটফর্মে পড়ে আব্দুল বারী মাথার পেছনে আঘাত পান।
এ ব্যাপারে রেলওয়ে পুলিশ সুপার (চট্টগ্রাম) নজরুল ইসলাম  জানান, অভিযুক্ত দুইজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়া জামালপুর জেলা প্রশাসক ও রেলওয়ে ইঞ্জিনিয়ারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম খোকা বলেন, অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন তারা।
to know more news
http://tophealthinfo24.blogspot.com

Share this

Related Posts

Previous
Next Post »