কত দিন বাঁচবেন আপনি? পরীক্ষাটি করেই জেনে নিন!|How long will you live? Check the test!


নশ্বর এই পৃথিবীতে মানুষ আর কত দিনই বা বাঁচে! তবু কে কত দিন বেঁচে থাকবেন, এ নিয়ে জানার আগ্রহ শুরু প্রাচীনকাল থেকেই। এর উত্তর খোঁজার জন্য ভবিষ্যদ্বক্তা থেকে চিকিৎসক—সবার কাছেই হন্যে হয়ে ছোটার নজিরও আছে অনেক। তবে এই একবিংশ শতাব্দীতে এসে গবেষকরা জানাচ্ছেন, আয়ুর খোঁজ জানতে কোথাও যেতে হবে না। ঘরে বসেই একটা ছোট্ট পরীক্ষার সাহায্যে জেনে নেওয়া যাবে ‘মাটির পৃথিবীতে’ আপনার বিচরণকাল।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদমাধ্যম ইউএস টুডে জানিয়েছে, ব্রাজিলের চিকিৎসক ক্লদিও গিল আরাজুও ‘আয়ু নির্ধারণী’ একটি পরীক্ষা আবিষ্কার করেছেন। এতে কোনোরকম খরচ ছাড়াই মানুষের আয়ুর বিষয়ে একটি ‘প্রায় স্বচ্ছ’ ধারণা পাওয়া যায় বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

পরীক্ষাটির আবিষ্কারক ক্লদিও জানান, পরীক্ষাটির জন্য প্রথমেই একজন সহকারী কাম ‘পরীক্ষক’ লাগবে, যাঁর কাজ হবে নিয়ম অনুসরণ করে ‘পরীক্ষার্থীকে’ নম্বর দেওয়া।

পরীক্ষাটির প্রথম ধাপে পরীক্ষার্থী ছবি অনুসরণ করে দাঁড়াবেন। এর পর কোনো হাতের সাহায্য না নিয়ে অথবা কিছু না ধরে হাঁটু গেড়ে বসবেন। এর পরই আবার বসা থেকে উঠে দাঁড়াতে হবে, যথারীতি কোনো কিছুর সাহায্য না নিয়েই। এভাবে দুবার পরীক্ষাটি করার পর নির্দেশনা চিত্রে থাকা বসা থেকে ওঠার কৌশল অনুযায়ী ১০-এর মধ্যে নম্বর দেবেন পরীক্ষক।



যেমন : মাটিতে হাতে ভর দিয়ে উঠলে এক রকম নম্বর, হাঁটুতে ভর দিয়ে উঠলে অন্য রকম। বসা ও ওঠার ধরনের ওপর প্রতিবার ৫ নম্বর বণ্টন হবে। হাত, হাঁটু, কনুই, ঊরু অথবা পায়ের পাশের দিক ব্যবহার করে উঠলে প্রতিক্ষেত্রে ১ নম্বর করে কাটা যাবে। এ ছাড়া ভারসাম্য হারানোর জন্য প্রতিবার ১/২ নম্বর কাটা হবে।

ক্লদিও জানান, এ পরীক্ষা করার পর কারো পাওয়া নম্বর যদি ৩-এর কম হয়, তাহলে জানবেন ওই ব্যক্তির আগামী ছয় বছরের মধ্যে বড় স্বাস্থ্যগত সমস্যার আশঙ্কা রয়েছে, যা থেকে মৃত্যুও ঘটতে পারে। আর প্রাপ্ত নম্বর ৮-এর বেশি হলে আগামী ছয় বছরে ওই ব্যক্তির বড় স্বাস্থ্যগত সমস্যার আশঙ্কা কম। আর ৯ কিংবা ১০ নম্বর পেলে দীর্ঘায়ু হবেন ওই ব্যক্তি।

এই পরীক্ষা পদ্ধতি বলার আগে একটা কথা বলে রাখি। চিকিৎসক ক্লদিও জানিয়েছেন, তাঁর এই পরীক্ষা পঞ্চাশোর্ধ্ব মানুষের ক্ষেত্রে কার্যকর হয়। ক্লদিও নিজেও পরীক্ষাটি করেছেন শুধু ৫১ থেকে ৮০ বছর বয়সীদের নিয়ে। তবে ক্লদিও আরো জানান, কারো বয়স যদি ৫০-এর কম হয়, তাহলে যে এই পরীক্ষার ফল মিলবে, এমনটা নাও হতে পারে।


How many people live in this world or in mortal days! Yet how many days to live, at the beginning of the interest since ancient times. The doctor to find an answer to everyone's prophet Shoppers receive a lot of precedents. However, the researchers report at the twenty-first century, life expectancy would not go anywhere else to find out. You can learn to take a little test at home with the help of 'earth' in bicaranakala.

USA Today reported in the popular press in the US, Brazil, Claudio Gil arajuo doctors' longevity decider "has discovered a test. The life span of a human being without any cost 'is almost transparent, "said the doctor at the idea.

Claudio said detector test, the first test for a new assistant work 'tester' take, whose job will be to follow the rules, candidates' number.

The first step photos and follow the test stand. Then you do not have any control over the knees or sit without help. Then again, to stand up from sitting, as usual, did not help with anything. Thus, in order to double-check the direction of the face image from the number will grow to 10 strategy tester.



For example, when the same number of leaning to the ground, knees, leaning into another. Sitting on the kind of growth and will be distributed to each of 5 numbers. Hands, knees, elbows, feet and side of the thigh or the number that can be cut up in every 1. In addition, loss of balance will be deducted for each 12.

Claudio said, after examining the available number if no one is less than 3, if you know the person in the next six years, there is a big risk of health problems, from which one can die. And over the next six years to obtain the number 8 of the person reduce your risk of health problems. 9, or 10 will be the longevity of the individual marks.

Let's talk before this test method. Doctors said Claudio, his is only valid for fifty people. Claudio has also experiment with just 51 to 80 year olds. However, Claudio said, if somebody's age is less than 50, then the result of this test is met, it may not be.
to know more
news

Share this

Related Posts

Previous
Next Post »