আড়াই বছরের নাতির আবদার শুনে নার্ভাস হয়ে যান শেখ হাসিনা!|At two and a half year old grandson's demands, she was nervous!





আমার আট বছরের নাতি দাদার পুকুর থেকে মাছ ধরে এনে আমাকে বললো, আমি মাছ ধরে এনেছি, তুমি রান্না করবা, মজা করে রান্না করবা। সেদিনের মতো আমি জীবনে এতো নার্ভাস কোন দিন হই নাই। কারণ তার মুখের মজাটা কি রকম সেটা তো আমি জানি না।’
‘পরে আমার মেয়েও বললো, আমি তো তোমাকে কখনো এত নার্ভাস দেখি নাই।’
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস উইমেন নেটওয়ার্কের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কথা নারীদের সমস্যা ও সম্ভাবনার নানা দিক নিয়ে কথা বলতে গিয়ে নিজের পারিবারিক জীবনের কথা এভাবেই তুলে ধরছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছেলে মেয়েদের পছন্দের খাবার রান্না করা মা হিসেবে তার দায়িত্বেরই অংশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন তার সঙ্গে যোগ হয়েছে নাতি-নাতনীদের আবদার।
নিজের ঘরের আরও সব মধুর পারিবারিক ঘটনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
নাতিকে রান্না করে খাওয়াতে পারার মধ্যেও এক ধরনের তৃপ্তি রয়েছে, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খাওয়ার পর নাতিকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কেমন হলো খাবার? বললো খুব মজা। এটাই আমার সেটিসফেকশন।’
আরও একটি ঘটনা দর্শকের সঙ্গে শেয়ার করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমার আড়াই বছরের নাতি হঠাৎ এসে আমাকে বললো, আমি ভাত খাবো না পোলাও খাবো। তোমার হাতের রান্না খাবো। সেদিন আমার অনেক কাজ। তার মধ্যেও আমাকে সময় বের করে করতে হয়েছে নাতিকে পোলাও রান্না করে দেওয়ার জন্য।’
রান্না করতে পারাটা গৌরবের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটা অদ্ভুত ব্যাপার আমি মাঝে মধ্যে শুনি। আমি তো একজন মা। আমি রান্না করছি শুনলে সবাই যেন অবাক হয়ে যায়! অবাক হওয়ার কি আছে। আমার ছেলেমেয়ে আমার রান্না পছন্দ করে। আমি প্রধানমন্ত্রী হই আর যাই হই আমার নিজের ছেলে মেয়েদের জন্য রান্না করবো, তাদের মুখে খাবার তুলে দিবো এটাতো আমার সবচেয়ে গৌরবের ব্যাপার।

My eight-year-old grandson caught fish from the pond grandfather told me, I have been fishing, you're going to cook, have fun cooking. I did not feel like a day in the life of a day so nervous. The brilliance of his face, because I do not know what it's like. "

"Then she said to me, I have not seen you so nervous sometimes."

Bangabandhu International Conference Centre on Saturday the 5th anniversary celebration of the BCS Women Network Problems and prospects of women in various aspects of the program to talk about his family life, and thus into the dharachilena Prime Minister Sheikh Hasina.

As the mother of sons and daughters to cook food choices dayitberai part of the Prime Minister, has now added his capricious grandchildren.

The Prime Minister described the event all the more sweet family's house.
There is some kind of satisfaction to be able to feed the cook's grandson, the Prime Minister said, "I asked after eating grandson, brother, how was the food? They are very fun. This is my setisaphekasana. "

One more event to share with the audience PM. He said, "My two-year-old son suddenly said to me, do not eat rice, I eat rice. Your hands will have cooking. I have a lot of work on that day. I still have to find time to cook rice grandson. "

The Prime Minister was to cook glory, I sometimes hear a strange thing. I am a mother. Everyone was surprised to hear that I'm cooking! What is surprising. I like cooking for my children. Whatever I am, I am the prime minister of my own sons and daughters, will cook for, to give up the food in their mouths, that's the most glorious thing for me.
to know more 

Share this

Related Posts

Previous
Next Post »