বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছেন পাকিস্তানের সেই আকিব জাভেদ


শনিবার সকাল ৯টার দিকে কাজ শুরু করেছেন আকিব জাভেদ। টাইগারদের জন্য ঢাকায় উড়িয়ে আনা হয় আকিব জাভেদকে। শনিবার সকালে মিরপুর স্টেডিয়ামে সবার সাথে পরিচিত হন আকিব।
এর পরে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেছেন পাকিস্তানের আকিব জাভেদ। আকিব জাভেদের বাংলাদেশ সফরে এসেছে কিছুটা পরিবর্তন। ১০ দিনের পরিবর্তে সাত দিনের সফরে থাকবেন তিনি। উড়ে
গিয়ে আরব আমিরাতে যাবেন তিনি।
এর মধ্যে প্রথম চারদিন কাজ করবেন এইচপির পেসারদের নিয়ে। এরপর শেষ দুইদিন কাজ করবেন জাতীয় দলে জন্য ডাক পাওয়া পেসারদের সঙ্গে। দেখে নিন কাদেরকে প্রশিক্ষন দেনে তিনি-

জাতীয় দলের পেসার:
মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, মোহাম্মদ শহীদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম ও মুক্তার আলী।
এইচপি ক্যাম্পের পেসারঃ
আব্দুল হালিম, রিফাত প্রধান, আবুল হোসেন, আবু জায়েদ চৌধুরী, শহিদুল ইসলাম, ইমরান আলী এনাম, মোহাম্মদ আজিম, আশিকুজ্জামান, মেহেদি হাসান রানা, শুভাশীষ রায়, নূর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, সাইফ উদ্দিন, আলাউদ্দিন বাবু ও আরিফুল হক।

to know more news

Share this

Related Posts

Previous
Next Post »