যে রাতটি লাইলাতুল কদর হবে সেটি বুঝার কি কোন আলামত আছে?|Laylat al-Qadr night, it will understand that there is no evidence?


Laylat al-Qadr night, it will understand that there is no evidence?
Yes, tradition is a sign of the night. They are:
(1) The night will be full of darkness.
(Ii) to be temperate. That is, the intensity will not be hot or cold.
(3) There will be a gentle breeze blowing.
(4) relatively more trptibodha people will worship the night.
(5) Any person who believes that God can tell if in a dream.
(6) that may be rain during the night.
(7) will be the sunrise in the morning light alokarasmisaha. That's like the full moon. (Sahih Ibn khuyaimaha: 2190; Al-Bukhari: 2021; Muslim, 762)


যে রাতটি লাইলাতুল কদর হবে সেটি বুঝার কি কোন আলামত আছে?
হাঁ, সে রাতের কিছু আলামত হাদীসে বর্ণিত আছে। সেগুলো হল :
(১) রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
(২) নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
(৩) মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
(৪) সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
(৫) কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
(৬) ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
(৭) সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত। (সহীহ ইবনু খুযাইমাহ : ২১৯০ ; বুখারী : ২০২১ ; মুসলিম : ৭৬২)



Share this

Related Posts

Previous
Next Post »