Messi, Cristiano Ronaldo retired under pressure|মেসির অবসর নিয়ে চাপে আছেন রোনাল্ডো


Ronaldo What pressure? Everything keeps bothering him again before you move out? Probably. Poland played down mounting pressure over his head before. Why? An international tournament was not successful? In the last chapter of his football life, standing in this year's Euro Cup.

If you do not come at the end of his football career euro will continue to fall by the wayside? These there. Messi's retirement, as well as concerns him. Messi retired after losing to Chile, he is forced to think of new things. He knows well, if you do not win the euro will start to get a finger at him.

Two of the situation and that it will not be very good. The first round draw in three matches, all to Portugal. Croatia lost their last match. Poland and Switzerland in the last eight before losing on penalties. Thursday's match that Ronaldo vs lioyanadaskira, it is not new to say. The last time losing to Spain, the Portuguese still can not take them to heart. Phamte illustrates the context of the defender said, "Our football philosophy is very simple. I know what our job. So why not namuka the field, then the field will leave with him a hundred percent. "

Not lagging behind in Poland. He's a superstar coach naoyalakake lioyanadaski thinking. Could bring smiles to the faces of the same goals yet. So the Polish coach said, "and still could not score. And if you are a superstar team goals are not typically thought. I know they're Ronaldo. We know how to stop him. "Now, only one question. Tomorrow euros in the first quarter-final will be a giant? Ronaldo lioyanadaski not?


 রোনাল্ডো কি চাপে? খেলতে নামার আগে কি তাঁকে নতুন করে সবকিছু ভাবাচ্ছে? বোধহয়৷ পোল্যান্ড ম্যাচ খেলতে নামার আগে তাঁর মাথার ওপর পাহাড়প্রমাণ চাপ৷ কেন? কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে সফল নন বলে? তাঁর ফুটবল জীবনের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে এবারের ইউরো কাপ৷

অন্তিম লগ্নে এসে ইউরো না পেলে তাঁর ফুটবল জীবন অপূর্ণ থেকে যাবে? এসব তো আছেই৷ পাশাপাশি তাঁকে ভাবিয়ে তুলেছে মেসির অবসর৷ চিলির কাছে হারার পর মেসির অবসর নেওয়া তাঁকে সবকিছু নতুন করে ভাবতে বাধ্য করছে৷ তিনি ভালমত জানেন, ইউরো জিততে না পারলে তাঁর দিকেও আঙুল উঠতে শুরু হবে৷

দু’টো দলের পরিস্থিতি যে খুব ভাল তা বলা যাবে না৷ প্রথম রাউন্ডের তিনটে ম্যাচে সবক’টিই ড্র করে পর্তুগাল৷ শেষ ম্যাচে হারায় ক্রোয়েশিয়াকে৷ আবার পোল্যান্ড শেষ আটে আসার আগে পেনাল্টিতে হারায় সুইজারল্যান্ডকে৷ বৃহস্পতিবারের ম্যাচ যে রোনাল্ডো বনাম লিওয়ানডস্কির, তা নতুন করে না বললেও চলে৷ গতবার স্পেনের কাছে হেরে যাওয়ার ঘটনা এখনও মন থেকে মেনে নিতে পারেন না পর্তুগিজরা৷ দলের ডিফেন্ডার ফঁতে সেই প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, “আমাদের ফুটবল দর্শন খুব সহজ৷ জানি আমাদের কাজটা কী৷ তাই মাঠে যেই নামুক না কেন, সে একশো শতাংশ দিয়ে তবেই মাঠ ছাড়বে৷”

পিছিয়ে নেই পোল্যান্ডও৷ কোচ নাওয়ালকাকে চিন্তায় রেখেছেন দলের সুপারস্টার লিওয়ানডস্কি৷ এখনও পর্যন্ত গোল করে দলের মুখে সেইভাবে হাসি ফোটাতে পারেননি৷ তাই পোলিশ কোচ বলেছেন, “এখনও গোল করতে পারেনি ও৷ দলের সুপারস্টার যদি গোল না পায় তখন তো একটা চিন্তা থাকেই৷ জানি ওদের রোনাল্ডো আছেন৷ এও জানি কীভাবে তাঁকে আটকাতে হবে৷” প্রশ্ন এখন একটাই৷ কাল ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনালে কোন ইন্দ্রপতন ঘটবে? রোনাল্ডো না লিওয়ানডস্কি?

Share this

Related Posts

Previous
Next Post »