গ্যাসে ভাত-তরকারি রান্নার কোনো মানে হয় না: অর্থমন্ত্রীআবুল মাল আবদুল মুহিত|Rice and curry cooking gas does not make sense: arthamantriabula Maal Abdul Muhith








Highlights once again the use of gas against Finance Minister AMA Muhith in his position, said gas-cooked rice with such a valuable asset that it does not make sense. "

PetroChina at Karwan Bazar on Saturday said the Centre of Energy Security Day.

The Finance Minister said, "This movement will not be any profit. It is useless to shout. No it will not. "
https://www.youtube.com/watch?v=ytXRu1d63qo
He said, "we thought, in our country there is a lot of gas. So domestic kanajampasane (households use) gas supply was. What we're seeing now, we have gas, it is very little. It is so valuable that it is the rice, rice cooked completely waste. It must understand ourselves, others should be reminded that the use of gas should not be ranna bannaya. "(গৃহস্থালিতে গ‌্যাস ব‌্যবহারের বিপক্ষে নিজের অবস্থান আবার তুলে ধরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, 'গ্যাসটা এত মূল্যবান সম্পদ যে এটা দিয়ে ভাত-তরকারি রান্নার কোনো মানে হয় না।'
https://www.youtube.com/watch?v=8tf46vft46Q
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো সেন্টারে জ্বালানি নিরাপত্তা দিবসের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, 'এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না। চিৎকার করে কোনো লাভ হবে না। এটা কোনোভাবেই হবে না।'
https://www.youtube.com/watch?v=h7CZMdQeUnQ
তিনি বলেন, 'আমরা ভেবেছিলাম, আমাদের দেশে প্রচুর গ্যাস রয়েছে। তাই ডমেস্টিক কনজাম্পশনে (গৃহস্থালিতে ব‌্যবহার) গ্যাস সরবরাহ করেছিলাম। এখন আমরা যা দেখছি, আমাদের কাছে গ্যাস যা আছে, তা একেবারেই যৎসামান্য। এটা এত মূল্যবান যে, এটা দিয়ে ভাত, চাল রান্না করা একেবারেই অপচয়। এটা আমাদের নিজেদের বোঝা উচিৎ, অন্যদের বোঝানো উচিৎ যে, রান্না- বান্নায় গ্যাসের ব্যবহার চলবে না।')
to get more news

Share this

Related Posts

Previous
Next Post »