চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করেছেন ৪৫বছরের শিক্ষক||Fourth grade student, 45-year-old married teacher


Daluya Badarganj at Government Primary School Assistant Teacher, Jahangir Badshah (45), a student of the same school in the fourth grade were allegedly coaxed married. He wrote 63 percent of the land in the name of the child married.
Schools and local sources, at Bishnupur Union osamanapura sarakarapara as an assistant teacher at King Jahangir joined the school in 000. He has a wife and two daughters. The fifth grade class has one daughter and another girl child.
Locals 01, he married the girl in the fourth grade. The temptation for many parents would like to see his daughter. But the marriage did not know anyone in the area or neighborhood so.
https://www.youtube.com/watch?v=h7CZMdQeUnQ
Van her father told this correspondent, "father mui giraba people. His great wealth. Biao did not want to give mui poratoma betika. But Ai never leave Beti's five. Leki with 63 decimals of land in the name of Beti kotota Jaya Biao I'll be able to shut up. Kako does not know these things. "
Locals recently took her daughter home Jahangir, free travel, and the neighbors were suspicious of the movement. On Tuesday, the girl's father finally admitted to the neighbors about marriage.

Asked to marry the girl admitted to medical Jahangir Badshah. He said, 'Brother, which has become. Please do not write it in the newspaper. My job will be hurt. "
https://www.youtube.com/watch?v=QqswGNRIRKA
Islam said the headmaster, the first to the fourth grade in her class, was one roll. However, after marriage, she could not check. Asked about marriage, "said Jahangir married woman recently found out. But do not complain because they were unable to take any action against him. "

The marriage is the union of registered Kalupara of Tarash nikahanibandhaka Nazrul Islam. Asked Nazrul Islam said, "the phenomenon a long time ago, I do not remember at this moment, to see the book."

Assistant district education officer Shahedul Haque said, "One should not interfere with personal issues. He is, seven to marry. "\

However, the district education officer Mohiuddin Ahmed, a 10-year-old fourth grader. At the age of marriage of girls can not be in any way. The investigation will take legal action against the accused teacher.

Upazila Executive Officer (UNO) Dr Ishtiaq Ahmed said, "to investigate the incident after learning education officers have commanded. If the marriage and those accused in the report of the courses involved in the legal action will be taken against them. "


রংপুরের বদরগঞ্জ উপজেলার দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর বাদশাহ (৪৫) একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ফুসলিয়ে বিয়ে করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৬৩ শতাংশ জমি ওই শিশুর নামে লিখে দিয়ে তিনি ওই বিয়ে
করেছেন।
https://www.youtube.com/watch?v=8TYXR2onQdw
বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর সরকারপাড়া গ্রামের জাহাঙ্গীর বাদশাহ সহকারী শিক্ষক হিসেবে ২০০০ সালে ওই বিদ্যালয়ে যোগদান করেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। এক মেয়ে পঞ্চম শ্রেণিতে ও আরেক মেয়ে শিশু শ্রেণিতে পড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, ২০১২ সালে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে বিয়ে করেন তিনি। এ জন্য তিনি মেয়েসহ তার মা-বাবাকে নানা প্রলোভন দেখান। কিন্তু বিয়ের ঘটনাটি এত দিন প্রতিবেশী কিংবা এলাকার কেউ জানতেন না।

মেয়েটির ভ্যানচালক বাবা এ প্রতিবেদককে বলেন, ‘বাবা মুই গিরব মানুষ। ওর অনেক ধন। পোরতোম মুই বেটিক বিয়াও দিবার চাও নাই। কিন্তু অয় বেটির পাচ ছাড়ে না। বেটির নামে ৬৩ শতক জমি লেকি দিয়া কোটোত জায়া চুপ করি বিয়াও করচে। এই কথা কাকো জানবার দেয় নাই।’
এলাকাবাসী জানান, সম্প্রতি মেয়ের বাড়িতে জাহাঙ্গীরের অবাধ যাতায়াত ও মেয়েটিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করায় প্রতিবেশীদের সন্দেহ হয়। অবশেষে গত মঙ্গলবার মেয়ের বাবা বিয়ের কথা প্রতিবেশীদের কাছে স্বীকার করেন।

জানতে চাইলে শিক্ষক জাহাঙ্গীর বাদশাহ ওই ছাত্রীকে বিয়ে করার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘ভাই যা হওয়ার হয়েছে। দয়া করে পত্রিকায় এটা লিখবেন না। আমার চাকরির ক্ষতি হবে।’

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মেয়েটির ক্লাসে রোল ছিল এক। তবে বিয়ের পর সে আর পরীক্ষা দিতে পারেনি। বিয়ে সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘সম্প্রতি জানতে পেরেছি মেয়েটিকে বিয়ে করেছেন জাহাঙ্গীর। কিন্তু অভিযোগ না থাকায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি।’

ওই বিয়ে নিবন্ধন করেছেন কালুপাড়া ইউনিয়নের নিকাহনিবন্ধক নজরুল ইসলাম। জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অনেক আগের, এই মুহূর্তে মনে পড়ছে না, খাতা দেখতে হবে।’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহেদুল হক বলেন, ‘একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে হস্তক্ষেপ করা ঠিক নয়। তিনি একটি কেন, সাতটি বিয়ে করতে পারেন।’\

তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর বয়স ১০ বছর। কোনোভাবেই এ বয়সে ছাত্রীর বিয়ে হতে পারে না। তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘ঘটনাটি জানার পরেই তদন্ত করতে শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি। প্রতিবেদন হাতে পেলে অভিযুক্ত শিক্ষক ও যাঁরা ওই বিয়ে পড়ানোর সাথে জড়িত তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
to know more news
click here

Share this

Related Posts

Previous
Next Post »