মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি




মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম নিয়ন্ত্রণ এবং এর সাথে সংশ্লিষ্ট ক্রেতা, ক্রেতা পরিবেশক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ প্রণয়ন করেছে সরকার। একই উদ্দেশ্যে সরকার ২০১৪ সালে এই আইনের বিধিমালারও সংশোধন করেছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে আরো বলা হয়,এ আইনানুসারে এমএলএম বিষয়ক লাইসেন্সবিহীন ব্যবসা কার্যক্রম পরিচালনা বা লাইসেন্স গ্রহণের পর সরকারের অনুমোদনবিহীন লাইসেন্স হস্তান্তর করা বা পিরামিড সদৃশ বিপণন (মার্কেটিং) কার্যক্রম চালানো বা সুনির্দিষ্ট তথ্যসহ মোড়কজাত না করে পণ্য বিক্রয়, বিপণন বা প্রতিশ্রুত অনুসারে পণ্য ও সেবা বিক্রয় না করা বা অযৌক্তিকভাবে পণ্য ও সেবার মূল্য নির্ধারণ করা বা নিম্নমানের পণ্য ও সেবা বিক্রয় বা অসত্য, কাল্পনিক, বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিজ্ঞাপন প্রচার করা প্রভৃতি শাস্তিযোগ্য অপরাধ।

এ আইনের অপরাধসমূহ আমলযোগ্য ও অজামিনযোগ্য।এ আইন অমান্য করে কেউ এমএলএম কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ এ আইন অমান্য করে এমএলএম বা এ নামে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকার ও অধিক্ষেত্রের আইন প্রয়োগকারী সংস্থাকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
to know more tips



Share this

Related Posts

Previous
Next Post »