সুচির নোবেল ফিরিয়ে নেয়ার আবেদন|Suu Kyi, a Nobel repatriation request

মিয়ানমারের নেত্রী অং সাং সুচির নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেয়ার জন্য অনলাইনে এক আবেদনে হাজার হাজার মানুষ স্বাক্ষর করেছেন। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লংঘনের ঘটনায় কোনো অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় আবেদনে তার এ পুরস্কার জব্দ অথবা ফিরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়।

চেঞ্জ ডটঅর্গে এই আবেদনে ইতিমধ্যে সই করেছেন লক্ষাধিক মানুষ। ধারণা করা হচ্ছে, ইন্দোনেশিয়া থেকে এ আবেদন জানানো হয়েছে।

আবেদনে বলা হয়েছে, 'আন্তর্জাতিক শান্তি এবং ভ্রাতৃত্ববোধ রক্ষায় যারা কাজ করেন, তাদেরই নোবেল শান্তি পুরস্কারের মতো সর্বোচ্চ পুরস্কার দেয়া হয়। সুচির মতো যারা এই পুরস্কার পান, তারা শেষ দিন পর্যন্ত এই মূল্যবোধ রক্ষা করবেন, এটাই আশা করা হয়। যখন একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শান্তি রক্ষায় ব্যর্থ হন, তখন শান্তির স্বার্থেই নোবেল শান্তি পুরস্কার কমিটির উচিত এই পুরস্কার হয় জব্দ করা নয়তো ফিরিয়ে নেয়া।'

উল্লেখ্য, রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারে ধারাবাহিক নির্যাতনের ব্যাপারে সুচি তার নিশ্চুপ ভূমিকার জন্য সমালোচিত হয়েছেন।

Myanmar opposition leader Aung San Suu Kyi, the Nobel Peace Prize for the repatriation of thousands of people have signed an online petition. Massive human rights violations against the Rohingya Muslim minority in Myanmar failed to take any position as to the application of the award is called the seizure or taking back.
Millions of people have already signed the petition dataarge change. The idea being, from Indonesia to the appeal has been made.
According to the petition, "who worked to maintain international peace and brotherhood, they were awarded the Nobel Peace Prize. Like Suu Kyi, who received the award, they will protect you until the last day of the values, that are expected. When a Nobel Peace Prize winner fails to protect the peace, for the sake of peace, he should be awarded the Nobel Peace Prize Committee is seized or taken back. "
The continuous persecution of the Rohingya Muslims in Myanmar, Suu Kyi has been criticized for his silent role.to know more tips
click here 


Share this

Related Posts

Latest
Previous
Next Post »