যে ১০ ধরনের মহিলার দিকে ভুলে ও তাকাবেন না|Do not forget that and look at the kind of woman 10


Wife or lover, mate selection are some precautions you must take.

• If there were ten types of women, from whom better to stay away .....

Mysterious character: They are very mysterious character. If everything is okay, but you will feel a ababhaba so that there is a great uproar. Such a woman's life is bound to be complicated life.

Skeptical: They had all the breathing of your neck. When, where and with whom you are doing, they need to know sabati. Asei belonging in love, but they've been doing, it is the doubt. Do not get involved with them in reading.

Those people used to fantasize: If you are one of those who always dream of castles in the air, most of which does not match with reality. Iconoclasm when their balance falls bastabatake forgotten.



Polymorphous: they somehow come to you, otherwise another place. They believe that if they do wrong. Bahuksetre with one of the two is about three men may be involved, but you will not feel anything.

Those who think the opposite situation: you may not care that he had come to sit on the chair or umbrella in his hand and put brstidine walk. However, the mentality of them the opposite effect. They may think, If you're doing it for him. Following the protest, they may be taking matters too seriously. Remember the distance from them, as well.

Of dependency: when the others will do, then why khataba this kind of mentality itself is a class woman. Stay away from them. These time-out of season you can use achilaya Love.

All those who have complained about: there are some women, who always go on a variety of negative comment or complaint. Not that it's always with you in relation to the complaint. However, it may include such matters, which are intended to be positive, or which do not need to bhabarai. But they bhababenai. Beware of them. If the date of the clause Gaya companion.

Folks who own all the king's daughter: these women chase down your money, it is not so. However, to be able to express who conduct them, he was born in the palace. These little things are not satisfied, or does not open up to all MPs with. It is better to stay away from them.

Nyakamoya world: there are some women who love to see the little things too. Very common was their reaction to the crowd. Come the first time this kind of thing can enjoy relationships with women, but that would be a problem in the future.

Mercenary: The kind of woman who thinks that the meaning of life. Stay away from them. If necessary, they will come to you for money, demand mitalei away again. Such women are usually looking for a man who both their own financial balance and can move. Then you may go on a date with them pastanora.(রহস্যজনক চরিত্রের: এঁরা খুব রহস্যময়ী চরিত্রের হয়ে থাকেন। সব কিছুই হয়তো ঠিক আছে, তবু এমন আবভাব করবেন যাতে আপনার মনে হবে বিস্তর গণ্ডগোল রয়েছে। এই ধরনের মহিলা জীবনে থাকলে জীবন জটিল হয়ে উঠতে বাধ্য।

সন্দেহপ্রবণ: এঁরা সর্বক্ষণ আপনার ঘাড়ের কাছে নিশ্বাস ফেলেন। আপনি কোথায় কখন কার সঙ্গে কী করছেন, সবটি তাঁদের জানা দরকার। প্রেমে অধিকারবোধ আসেই, তবে এঁরা যেটা করে থাকেন, সেটা হল সন্দেহ। এঁদের সঙ্গে জড়িয়ে না পড়াই ভাল।

দিবাস্বপ্ন দেখা অভ্যেস যাঁদের: এক ধরনের মহিলা থাকেন, যাঁরা সর্বদাই আকাশকুসুম স্বপ্ন দেখেন, যার অধিকাংশেরই কোন মিল নেই বাস্তবের সঙ্গে। এঁদের পাল্লায় পড়ে বাস্তবটাকে ভুলে গেলেই চিত্তির।

বহুরূপী: এঁরা আপনার কাছে একরকম, আবার অন্য জায়গায় অন্যরকম। এঁদের বিশ্বাস করে ফেললে ভুল করবেন। বহুক্ষেত্রে এক সঙ্গে দুটো কি তিনটে সম্পর্কেও এঁরা জড়িয়ে থাকতে পারেন, অথচ আপনি কিচ্ছুটি টের পাবেন না।

উল্টো ভাবা স্বভাব যাঁদের: আপনি কেয়ার করেন বলে হয়তো কখনও বসার চেয়ারটি এগিয়ে দিলেন অথবা বৃষ্টিদিনে হাঁটার সময় ছাতাটাও নিজের হাতেই রাখলেন। তবে এগুলো এঁদের মানসিকতায় উল্টো প্রভাব ফেলে। এঁরা ভাবতে পারেন, এটা করে আপনি দয়া করছেন তাঁর উপর। বিষয়টাকে তেমন গুরুতরভাবে নিলে এর প্রতিবাদেও তাঁরা সরব হতে পারেন। এঁদের থেকে যত দূরত্ব বজায় রাখবেন, ততই মঙ্গল।

পরনির্ভরশীল: অন্যকে দিয়ে যখন কাজটা হয়ে যাবে, তখন কেন নিজে থেকে খাটব— এই ধরনের মানসিকতা এক শ্রেণির মহিলার রয়েছে। এঁদের থেকে দূরে থাকুন। এঁরা সময়ে-অসময়ে প্রেমের অছিলায় আপনাকে ব্যবহার করতে পারেন।

সব বিষয়ে অভিযোগ করেন যাঁরা: কিছু মহিলা রয়েছেন, যাঁরা সর্বক্ষণ বিভিন্ন বিষয়ে নেতিবাচক মন্তব্য বা অভিযোগ করে যান। সেই অভিযোগটা এমন নয় যে তা সবসময়ে আপনাদের সম্পর্ক নিয়েই। তবে এমন সব বিষয় তার মধ্যে থাকতে পারে, যেগুলো নিয়ে ইতিবাচক ভাবেও ভাবা যায় অথবা যা নিয়ে ভাবারই দরকার পরে না। কিন্তু এঁরা ভাববেনই। এঁদের থেকে সাবধান। সঙ্গিনী হলে ডেট-এর দফা গয়া।

সর্বক্ষণ যিনি নিজেকে রাজকন্যে ভাবেন: এই ধরনের মহিলারা যে আপনার অর্থের পিছনে ছুটবেন, এমনটা নয়। তবে এঁদের চালচলনে এমন ভাব প্রকাশ পাবে, যেন তিনি রাজপ্রাসাদে জন্মেছেন। এঁরা ছোটখাটো জিনিসে সন্তুষ্ট হন না, বা মন খুলে সবার সঙ্গে মেশেন না। এঁদের থেকে দূরে থাকাই শ্রেয়।

ন্যাকামোয় বিশ্বসেরা: কিছু মহিলা রয়েছেন, যাঁরা খুব ছোট ছোট বিষয়কে বিশাল করে দেখতে ভালবাসেন। খুব সাধারণ ব্যাপারেও তাঁদের প্রতিক্রিয়া লোক জড়ো করার মতো হয়ে দাঁড়ায়। এই ধরনের মহিলাদের সঙ্গে সম্পর্ক এগোলে প্রথম প্রথম জিনিসটা উপভোগ করতে পারেন, তবে ভবিষ্যতে সমস্যায় পড়বেন নিশ্চিত।

অর্থলোভী: এক ধরনের মহিলা রয়েছেন, যাঁরা অর্থকেই জীবনের সব বলে মনে করেন। এঁদের থেকে দূরে থাকবেন। অর্থের প্রয়োজনে এঁরা আপনার কাছে আসবেন, চাহিদা মিটলেই আবার দূরে সরে যাবেন। এই ধরনের মহিলারা সাধারণত এমন পুরুষ খোঁজেন, যাঁরা তাঁদের এবং নিজেদের উভয়ের আর্থিক ভারসাম্য বজায় রেখে চলতে পারেন। এঁদের সঙ্গে ডেটে গেলে পরে পস্তানোর সম্ভাবনা থাকতে পারে।)
to know more news 
click here

কে না চায় ফর্সা হতে ? দেখুন ম্যাজিক মা্ত্র ১ রাতেই হয়ে উঠুন ফর্সা ও উজ্জ্বল ত্বকের অধিকারী!|Become lighter and brighter skin just 1 night!


হ্যাঁ, আপনি চাইলে কিন্তু মাত্র এক রাতেই আপনার ত্বককে আগের চাইতে অনেক ফর্সা ও উজ্জ্বল করে ফেলতে পারবেন। আগামীকাল কোথাও বেড়াতে যাবেন বা প্রিয় মানুষটির সাথে দেখা হবে, এদিকে আপনাকে দেখাচ্ছে কালচে আর মলিন? একদম চিন্তা করবেন না। আজ রাতেই সেরে ফেলুন ছোট্ট এই রূপচর্চা আর সকাল উঠে দেখুন কেমন ফর্সা, উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাচ্ছে আপনাকে। একই সাথে ত্বক হয়ে উঠেছে একদম শিশুদের মতই নরম ও কোমল!(Yes, if you want just one night, but a lot lighter than your skin and be able to shine. Or go somewhere tomorrow will meet with loved ones, while showing you the dark and dirty? Do not worry at all. Remove the small rupacarca recovering tonight and in the morning, look up how fair, bright and cheerful showing you. The skin becomes soft and tender like children at all!)
যা যা লাগবে
খাঁটি গোলাপ জল (ঘরেও তৈরি করে নিতে পারেন)
গরুর খাঁটি দুধ (কাঁচা)



ফর্সা ও উজ্জ্বল এবং বলিরেখামুক্ত ত্বক মিলবে শসার ৩টি প্যাক ব্যবহারে(Which will
Pure rose water (you can create cell)
Pure cow's milk (raw)



Balirekhamukta skin lighter and brighter and you learn to use a cucumber 3 Pack)
উজ্জ্বল, ফর্সা ও বলিরেখামুক্ত ত্বক মিলবে শসার ৩টি প্যাক ব্যবহারে!







ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে যা করবেন






















  • -প্রথমেই মুখটি ভালো করে পরিষ্কার করে নিন। তুলোতে ক্লিনজিং মিল্ক মেখে তোকে বুলিয়ে নিন। তারপর হালকা কুসুম গরম পানি ও ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। ভালো করে পানির ঝাপটা দেবেন। ত্বক পরিষ্কার না হলে উপায়টি ভালো কাজ করবে না।
  • -তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছে নিন। এরপর বাতাসে শুকিয়ে যেতে দিন।
  • -মুখে এখন আর কিছু মাখবেন না। পানি শুকিয়ে যেতে যেতে প্যাকটি তৈরি করে নিন।
  • -সম পরিমাণ গোলাপ জল ও কাঁচা দুধ একত্রে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পরিষ্কার হাত দিয়ে মুখে মাখুন।
  • -অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপর মুখ না ধুয়েই ঘুমিয়ে পড়ুন।
  • -বালিশে মুখ চেপে ঘুমাবেন না, এতে প্যাকটি মুছে যাবে। একটু সাবধানে ঘুমালেই ভালো।
  • -সকালে উঠে স্বাভাবিক পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে মুছে নিন। আর নিজেকে দেখুন আয়নায়। লাগছে না আগের চাইতে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল


  • Lighter and brighter skin, which can not
  • Prathamei face to clean it well. Apply Cleansing Milk tulote Refer to thee. Then wash your face with a mild face wash and warm water. Water will wear well. If you do not clean the skin better ways will not work.
  • Take off your face gently with toyale. Then let air dry.
  • Makhabena mukhe not do anything anymore. Be sure to pack water go dry.
  • Sama amount of raw milk and rose water and mix together. Apply the mixture with your hands clean.
  • Please apeksa until dry. He did not face dhuyei to sleep.
  • Balise do not sleep face down, the pack will be deleted. Ghumalei like a little carefully.
  • Sakale up with a face like normal water to wash away. I see myself in the mirror. It does not sound much lighter and brighter than it was before?)to know more news click here

প্রেম করতে চান ? জেনে নিন মোবাইলে মেয়েদেরকে কোন কথাগুলো বললে ১০০%প্রেমের সম্পর্কো হয়ে যায়!|If you want to make love? 100% of women say any words of love out phone becomes samparko







1. The girl is not going soft? Give him the price. Karuna appreciated, however, measure by measure. Do not appreciate the body back here. If a mainacha !! The importance of his work day. Having a quality commendation. If the pet and praise it (even if you do not like!)



II. What are you brother very stylish / orderly? First mainacha! A bit messy, random or pretty girls like boys! However, beware! Remove clothing or worn-phamra uddhatyapurna. Use a good perfume.



3. Although the girl's looking? You can be apathetic. Forget the more his thing. Knowledge exaggerate. But yes, it does not matter amtalami again!



4. The girl's expression-serious? Look frequently. Joksa picked up the joke. Hasuna day laughing. Attract anyone happy face.



5. Does not work? Can not draw attention ?? On the sidelines of the words in your hair bowler. When I look at your lips, tongue pan (can not be more.) If you book woolen shirt open a few buttons. Will be soft, gentle way ......... !!



6. The girl too hard? Do not work at all ?? Walk the other way. I do not know, mainache mainache pilaca! This time the price was a little lower. With anyone else latex Khan (daughter of the well) !! When he suddenly dropped the price a little jbalabei. Let burning coals burn. Once the fire was extinguished without the speed you do not know ......... !!
These did not have anything ?????
Do not be afraid. Rice can be eaten with the hands, and can be eaten with a spoon! Go round to the aunt. Remember, a lot of choice affect the family.



7. Antike was kadamabuci. Inquired about the health of the body. Family issues were discussed. However, beware !! This time with a girl, which is not mairena repeat again ......... with my Aunt! So I wrote to worries !!
More difficult than the girl's mother ??
But she is more complicated than that !! With one lap to eat it !!!
So what else? Bharasa the end of his father .........!



8. Now apathetic jute laiyena not forgotten. Go to spruce fitting. Repeat kadamabuci lawn. News lawn of the body. Start the engine starts to seem like a father to talk about anything you like. Before coming to breakfast? Forget about eating! Badane interested to hear empty. Keep all seriousness. It will be appreciated in the next room. If it melts a little girl !!!!(

হে সম্মানিতা মেয়ে


হে সম্মানিতা মেয়ে.
তোমার কাপড় খুলার অধিকার একমাত্র শুধু তারই আছে যে তোমার কাপড়সহ যাবতীয় খরচবহন করার বৈধ দায়িত্ব নিয়েছে তোমাকে বিয়ে করে।
যত্রতত্র আবেগের বশবর্তী হয়ে মিথ্যে ভালোবাসার প্রমান দিতে গিয়ে অধিকার বিহীন কারো সামনে নিজেকে উন্মুক্ত করো না,
আর যদি এটা করো তাহলে সেটাহবে তোমার জীবনের চরম বোকামী।
তুমি সম্মানীত, তুমি মায়ের জাত,তোমার মূল্য যদি জানতে চাও তাহলে কোরআনে তোমাকে কতটা উচু স্থান দিয়েছে পড়ে দেখো।

তাই বলছিঃ
"নিজের মূল্য বুঝতে শিখো এবং নিজের সম্মান নিজেই রক্ষা করো"
তোমার সামান্য ভুলের জন্য তোমার পরিবার, তুমি নিজের, কত টা ক্ষতি হবে তা তুমি কি জান?
যাকে তুমি ভালবাসার আপন মানুষ বলে বিবাহ ছাডা তোমার শরীর এর অধিকার দিয়ে দিয়েছ,
সে তোমার ভালবাসার সুযোগ নিয়ে তোমাকে ভোগ করে তোমার সেই ভিডিও টা নেটে ছেড়ে দিয়ে তোমার সুখের সময় কে দুঃখের সময় করতে দেরি করবে না।
তাই আসুন বিবাহের আগে কোন সর্ম্পক নয়, নয় কোন শারীরিক সর্ম্পক।
জেনে রাখুন পর্দায় তোমার আসল সম্পদ।
to know more 
click here
















বন্যাদুর্গতদের না দিয়ে, হিলারির নির্বাচনী প্রচারণায় ২০ কোটি টাকা দেন মুহাম্মদ ইউনুস তারপর কি?(With flood-hit, 0 million to Clinton's campaign, Muhammad Yunus, then what?)


হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার সঙ্গে যারা ব্যক্তিগত কারণে দেখা করেছেন, তাদের অর্ধেক ব্যক্তি নিজে বা প্রতিষ্ঠানের মাধ্যমে ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন বলে বার্তা অ্যাসেসিয়েট প্রেস জানতে পেরেছে। অ্যাসোসিয়েট প্রেস বলছে, এই তালিকায় রয়েছেন বাংলাদেশের নোবেল জয়ী মুহাম্মদ ইউনুসও।
নতুন এই তথ্যের ফলে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট হিসাবে হিলারি ক্লিনটনের নীতিকথার বিষয়টি আবার প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী থাকা কালে হিলারি ক্লিনটনের সঙ্গে তিনবার দেখা করেছেন বাংলাদেশের নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুস এবং টেলিফোনে কয়েকবার কথা বলেছেন।

এ সময় বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে মুহাম্মদ ইউনুসকে পদত্যাগে দেশটির সরকার চাপ দিচ্ছিল। সে কারণে হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করে সাহায্য চেয়েছিলেন মুহাম্মদ ইউনুস। তাকে সাহায্য করার কোন পন্থা খুঁজে বের করতে সহকারীদের নির্দেশ দিয়েছিলেন হিলারি ক্লিনটন।
এপি বলছে, এ সময় গ্রামীণ আমেরিকা, যে সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মি. ইউনুস, ক্লিনটন ফাউন্ডেশনে এক লাখ থেকে আড়াই লাখ ডলার অনুদান দিয়েছে। গ্রামীণ রিসার্চ নামের আরেকটি প্রতিষ্ঠান, যেটির চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন মি. ইউনুস, সেই প্রতিষ্ঠান থেকেও ২৫ হাজার থেকে ৫০ হাজার ডলার অনুদান দেয়া হয়েছে।
তবে ব্যাংকের মুখপাত্র বেকি অ্যাশ বলছেন, ওই ফাউন্ডেশনের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ সম্মেলনে অংশগ্রহণের ফি হিসাবে ওই ডলার দেয়া হয়েছে।
অ্যাসোসিয়েট প্রেস বলছে, অনুদান দাতাদের তালিকায় রয়েছেন বাংলাদেশের নোবেল জয়ী মুহাম্মদ ইউনুসের নামও।
স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, দায়িত্ব পালনকালে ব্যক্তিগত কারণে হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করা বা ফোনে আলাপ করা ১৫৪ জন ব্যক্তির মধ্যে ৮৫ জনই তাদের পারিবারিক ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন। তাদের মোট অনুদানের পরিমাণ ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
তবে এই ১৫৬ জনের তালিকায় মার্কিন ফেডারেল কর্মকর্তা বা বিদেশী সরকারের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

এপি জানতে পেরেছে যে, হিলারি ক্লিনটনের সঙ্গে যারা সরাসরি বা ফোনে ব্যক্তিগত কারণে আলাপ করেছেন আর যারা ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন, তাদের মধ্যে যেন একটি যোগসূত্র রয়েছে।
যদিও এর ফলে মার্কিন কোন আইন ভঙ্গ হয়নি। কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে একটি ইঙ্গিত রয়েছে যেন, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সাক্ষাতের বিনিময়েই তারা ওই অনুদান দিয়েছেন।
সম্প্রতি হিলারি ক্লিনটনের যেসব ব্যক্তিগত ইমেইল এবং প্রকাশ হয়েছ, সেখানেও দেখা যাচ্ছে যে শীর্ষ অনুদান দাতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।
তবে এপির ওই বিশ্লেষণকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন হিলারি ক্লিনটনের মুখপাত্র ব্রায়ান ফ্যালোন। তিনি বলছেন, হিলারি ক্লিনটনের বৈঠকগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তাকে একপাক্ষিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালনের প্রথম অর্ধেকটা সময় এখানে উল্লেখ করা হয়েছে, পুরো সময়টা নয়।
এদিকে এই ঘটনার জেরে সমালোচনা মুখর হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলছেন, এখন এটা বোঝা খুবই কঠিন যে, কোথায় ক্লিনটন ফাউন্ডেশনের শেষ আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুরু। কারণ হিলারি ক্লিনটন পাবলিক অফিস ব্যবহার করে ব্যবসা শুরু করেছিলেন।
২০০০ সাল থেকে ক্লিনটন ফাউন্ডেশনের যাত্রা শুরুর পর এ পর্যন্ত ৬ হাজার দাতা ২ হাজার কোটি ডলার দান করেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভবিষ্যতে অনুদান ব্যবস্থায় কিছু পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন হিলারি ক্লিনটন।(
কিন্তু কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডগলাস হোয়াইট মনে করেন, এটা হয়তো খুব সহজ হবে না। কারণ এই ৬ হাজার দাতাতে এড়িয়ে যাওয়াটা তার জন্যে সহজ হবে না।

Men and women were! Doctors shocked(পুরুষ হয়ে গেল নারী! হতবাক চিকিৎসক)


Men and women were! Doctors shocked
Men's health were examined. But the reports that were coming to the uterus, the ovaries are mentioned. Naturally, the report surprised to see the hospital and went to the forest. Durgapur sub-divisional hospital district's chief health officer of the event (siemaoeica) have complained to the patient's relatives.

Abdominal exam on Tuesday morning at the doctor again to check the report said. But some time after the death of Arun Khan (55) The patient's name. However, the cause of death was not working on behalf of the hospital to the brain (enasephyalopyathi) said. The Diagnostic Center in Burdwan district, said the report would be investigated.

The protest began after the death of the patient's relatives. They lodged complaints. He said the District Magistrate context, measures will be taken if the report.
(স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল পুরুষের। কিন্তু রিপোর্ট আসার পর দেখা গেল জরায়ু, ডিম্বাশয়ের উল্লেখ রয়েছে সেখানে। আর সেই রিপোর্ট দেখে স্বভাবতই তাজ্জব বনে গেলেন হাসপাতালের চিকিৎসক। ভারতের দুর্গাপুর মহকুমা হাসপাতালের এই ঘটনা নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য কর্মকর্তার (সিএমওএইচ) কাছে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা।


মঙ্গলবার সকালে তলপেটের পরীক্ষার ওই রিপোর্ট দেখে ডাক্তার ফের পরীক্ষা করতে বলেন। কিন্তু তার খানিকক্ষণ পরেই মৃত্যু হয় অরুণ খা (৫৫) নামে ওই রোগীর। হাসপাতালের তরফে অবশ্য মৃত্যুর কারণ হিসেবে মস্তিষ্ক কাজ না করার কথা (এনসেফ্যালোপ্যাথি) জানানো হয়েছে। তবে ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টটি নিয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন বর্ধমানের জেলাশাসক।

রোগীর মৃত্যুর পরেই স্বজনরা বিক্ষোভ শুরু করেন। এরপর তারা অভিযোগ দেন। তারই প্রেক্ষিতে জেলাশাসক জানান, তদন্তের রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।)

নারীদের দিকে অভদ্র ভাবে ১৪ সেকেন্ড তাকালেই জেল!(Just looking at the rude way women's prison in 14 seconds!)


Just looking at the rude way women's prison in 14 seconds!
Crude fell in front of the eyes of many women in the streets. They never protested, never again leave the place as soon as possible. One way to remedy what they are getting now? Singh said India's Kerala Excise Commissioner rsiraja Recently, a man from the hand of any woman 14

Second've looked rude way, but his imprisonment is inevitable. Although the statement has sparked considerable goodwill behind Singh's speech in Kerala.

Singh has been vocal in its criticism as Kerala Sports SP Jayaraj. According to him, this statement is basically rsirajera kurucira rename! He also galacchena nose administrative matters that do not have the right to talk about her!

Singh's comments have been struggling with this for the time being the whole of Kerala. According to the official, the state of women's rights is fine. Singh's comments came after him, that is why it is investigating. Day sambada(পথে-ঘাটে অনেক অভদ্র দৃষ্টির সামনেই পড়েন নারীরা। কখনও তারা প্রতিবাদ করেন, আবার কখনও যতটা তাড়াতাড়ি সম্ভব ঐ স্থান ত্যাগ করেন। এবার কি তারা প্রতিকারের উপায় পাচ্ছেন হাতে? সম্প্রতি ভারতের কেরালার আবগারি কমিশনার ঋষিরাজ সিং জানিয়েছেন, এবার থেকে যদি কোন পুরুষ কোন নারীদের দিকে ১৪

সেকেন্ড অভদ্র ভাবে তাকিয়ে থাকেন, তবে তার হাজতবাস অনিবার্য। সিংয়ের বক্তব্যের পিছনে সদিচ্ছা থাকলেও উক্তিটি রীতিমতো ঝড় তুলেছে কেরালায়।


কেরালার ক্রীড়ামন্ত্রী এস পি জয়রাজন যেমন সরব হয়েছেন সিংয়ের সমালোচনায়। তার মতে, ঋষিরাজের এই উক্তি মুলত কুরুচির নামান্তর! তা ছাড়া তিনি নাক গলাচ্ছেন এমন প্রশাসনিক বিষয়ে যা নিয়ে তার কথা বলার অধিকার নেই!

গোটা কেরালা আপাতত অস্বস্তিতে রয়েছে সিংয়ের এই মন্তব্য নিয়ে। সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে নারী সুরক্ষার বিষয়টি ঠিকঠাকই রয়েছে। তার পরেও সিং কেন এমন মন্তব্য করলেন, তা নিয়ে তদন্ত চলছে। -সংবাদ প্রতিদিন)
to know more news

১০ দিনে মিলবে সৌদি ভিসা: বিনা খরচায় সৌদিতে প্রতিমাসে ১০ হাজার কর্মী যেতে পারবে


নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সৌদি শ্রমবাজার সহজতর হচ্ছে। মাত্র ১০ দিনে মিলবে সৌদি ভিসা। আবার বিনা খরচায় সৌদিতে প্রতিমাসে ১০ হাজার কর্মী যেতে পারবে বলে জানানো হয়েছে।
প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিনা পয়সায় প্রতিমাসে বাংলাদেশ হতে ১০ হাজার কর্মী সৌদি আরব যেতে পারবে। কর্মী নেওয়া প্রক্রিয়া এবং অভিবাসন ব্যয় নির্ধারণসহ সামগ্রিক বিষয় চূড়ান্ত করতে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আজ সোমবার সকালে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে এই বৈঠক হয়।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন, ‘গৃহস্থালীর কাজে বাংলাদেশ হতে প্রতিমাসে ১০ হাজার কর্মী সৌদি আরব যেতে পারবে। এ জন্য তাদের কোনো টাকা-পয়সা লাগবে না। তাদের সমস্ত ব্যয় বহন করবে সংশ্লিষ্ট সৌদি কোম্পানি। শ্রমিকদের মাসিক বেতন হবে সর্বনিম্ন ১২শ’ রিয়াল।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরও জানান, ‘শুধু পাসপোর্ট ও মেডিকেলসহ আনুসঙ্গিক খরচ বাবদ ১৫/২০ হাজার টাকা লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।’
এদিকে জানানো হয়েছে, সৌদি আরবে নতুন কাজের ভিসা দেওয়া হবে মাত্র ১০ দিনের মধ্যে। আগে এতে সময় লাগতো ৯০ দিন বা তারও বেশি সময়। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। তাতে বলা হয়, সৌদি আরবের শ্রমমন্ত্রী আদেল ফাকিহ ভিসা প্রক্রিয়াকে দ্রুততর করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার এ নির্দেশ সৌদি আরবের সব শ্রম অফিস ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। এর ফলে মন্ত্রণালয়ের নতুন নিয়মনীতির অধীনে নাগরিক, কোম্পানি ও বিভিন্ন প্রতিষ্ঠান শ্রমিকদের জন্য ভিসা নিতে পারবেন খুব সংক্ষিপ্ত সময়ে।

উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করেছে সৌদি সরকার। সে কারণে সৌদি সরকারের ১৬ সদস্যের প্রতিনিধি দল রবিবার বাংলাদেশ সফরে আসেন। সৌদি শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী আহমেদ এফ আলফাহিদ এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
to know more news

গ্যাসে ভাত-তরকারি রান্নার কোনো মানে হয় না: অর্থমন্ত্রীআবুল মাল আবদুল মুহিত|Rice and curry cooking gas does not make sense: arthamantriabula Maal Abdul Muhith








Highlights once again the use of gas against Finance Minister AMA Muhith in his position, said gas-cooked rice with such a valuable asset that it does not make sense. "

PetroChina at Karwan Bazar on Saturday said the Centre of Energy Security Day.

The Finance Minister said, "This movement will not be any profit. It is useless to shout. No it will not. "
https://www.youtube.com/watch?v=ytXRu1d63qo
He said, "we thought, in our country there is a lot of gas. So domestic kanajampasane (households use) gas supply was. What we're seeing now, we have gas, it is very little. It is so valuable that it is the rice, rice cooked completely waste. It must understand ourselves, others should be reminded that the use of gas should not be ranna bannaya. "(গৃহস্থালিতে গ‌্যাস ব‌্যবহারের বিপক্ষে নিজের অবস্থান আবার তুলে ধরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, 'গ্যাসটা এত মূল্যবান সম্পদ যে এটা দিয়ে ভাত-তরকারি রান্নার কোনো মানে হয় না।'
https://www.youtube.com/watch?v=8tf46vft46Q
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো সেন্টারে জ্বালানি নিরাপত্তা দিবসের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, 'এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না। চিৎকার করে কোনো লাভ হবে না। এটা কোনোভাবেই হবে না।'
https://www.youtube.com/watch?v=h7CZMdQeUnQ
তিনি বলেন, 'আমরা ভেবেছিলাম, আমাদের দেশে প্রচুর গ্যাস রয়েছে। তাই ডমেস্টিক কনজাম্পশনে (গৃহস্থালিতে ব‌্যবহার) গ্যাস সরবরাহ করেছিলাম। এখন আমরা যা দেখছি, আমাদের কাছে গ্যাস যা আছে, তা একেবারেই যৎসামান্য। এটা এত মূল্যবান যে, এটা দিয়ে ভাত, চাল রান্না করা একেবারেই অপচয়। এটা আমাদের নিজেদের বোঝা উচিৎ, অন্যদের বোঝানো উচিৎ যে, রান্না- বান্নায় গ্যাসের ব্যবহার চলবে না।')
to get more news

দেশে প্রথম স্বাস্থ্যবীমা চলু করল সরকার


 দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রথমবারের মতো স্বাস্থ্যবীমা চালু করল। প্রাথমিকভাবে সরকারের এই স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় এক লাখ মানুষকে স্বাস্থ্যসেবা দেয়া হবে। এ কর্মসূচি বাস্তবায়ন করতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে রোববার সচিবালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় গ্রিন ডেল্টার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরীসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০৩২ সালের মধ্যে ক্রমান্বয়ে দেশের সব জনগণকেই স্বাস্থ্যবীমার আওতায় আনা হবে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইলের ৩ উপজেলায় দারিদ্রসীমার নিচে বসবাসকারী ১ লাখ জনগণকে ৫০টি রোগের জন্য এই স্বাস্থ্য বীমা দেয়া হবে।

মন্ত্রী নাসিম আরো বলেন, প্রকল্পের আওতায় চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য বীমার প্রিমিয়াম হিসেবে পরিবার প্রতি বার্ষিক ১ হাজার টাকা গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সকে দেবে সরকার। এর বিপরীতে পরিবার প্রতি বার্ষিক ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পাবে ওই ১ লাখ পরিবার।
বিশ্বব্যাংক গ্রুপের সাম্প্রতিক এক প্রকাশনায় বলা হয়, প্রবৃদ্ধি দারিদ্র বিমোচনের জন্য অপরিহার্য। কিন্তু শুধুমাত্র প্রবৃদ্ধি দিয়ে ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র দূর করা যাবে না। প্রবৃদ্ধি অল্প কিছু লোককে দারিদ্র থেকে তুলে আনতে পারবে। কিন্তু অনেক লোক চরম দারিদ্রের মধ্যে এমন একটা অবস্থায় থাকবে যেখানে তাদের জীবনমানের উন্নয়ন করা হবে খুবই কঠিন।
ওই প্রকাশনায় দারিদ্র বিমোচনের নতুন যেসব কৌশলের সুপারিশ করা হয় তার মধ্যে কম আয়ের লোকদের জন্য স্বাস্থ্যসেবার আওতা বৃদ্ধি করা অন্যতম। এ ছাড়া শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়ন, প্রকল্পের মাধ্যমে কৃষিকাজ ও অন্যান্য কাজে পানির সুষ্ঠু ব্যবহারের নিশ্চয়তা এবং বেকার যুবকদের জন্য কল্যাণমূলক কাজের প্রকল্প সম্প্রসারণ করা।

মাইক্রোইন্স্যুরেন্স রিসার্চ ইউনিট তাদের এক গবেষণায় দেখিয়েছে, চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দরিদ্র হয়ে পড়ার হার বার্ষিক প্রায় ১৭ শতাংশ। প্রতি বছর চিকিৎসা খরচের কারণে দারিদ্র্যের হার ৩ শতাংশ হারে বেড়ে যায়। বাংলাদেশে সরকারি এবং বেসরকারি উভয় খাতে স্বাস্থ্যসেবার অপ্রতুলতা থাকায় একটি সুপরিকল্পিত ক্ষুদ্র স্বাস্থ্যবীমার চাহিদা রয়েছে বলে মন্তব্য করেছে এ রিসার্চ ইউনিট।
 TO KNOW MORE 

সালমান খানের শরীরে বাসা বেঁধেছে মারাত্মক রোগ||Salman Khan's body nesting deadly disease


বলিউডে সর্বাধিক পরিচিত সালমান খানের বডি। সিক্স প্যাক, সুগঠিত বাইসেপ, পেশিবহুল কাঁধ— সব মিলিয়ে গ্রিক দেবতাসুলভ চেহারার অধিকারী সালমান খান।
কিন্তু জানেন কি, এহেন সালমানই ভুগছে‌ন এক ভয়ঙ্কর রোগে, যা তিনি নিজেই স্বীকার করেছেন।
এ রোগের টেনশনে আছেন তিনি।

বিগত প্রায় ১২ বছর ধরে এ রোগে আক্রান্ত সালমান খান। রোগটির নাম ট্রাইজেমিনাল নিউরালজিয়া। একটি স্নায়ুঘটিত রোগ এটি।

ট্রাইজেমিনাল নার্ভের কাজ হরো মুখমণ্ডল থেকে মস্তিস্কে সংবেদন সরবরাহ করা। ট্রাইজেমিনাল নিউরালজিয়া এমন
একটি অসুখ যার প্রধান উপসর্গ মুখমণ্ডলের বেদনা।


এ বেদনা অনেক সময়েই অসহ্য আকার ধারণ করে। সাধারণত খাবার চিবানো, কথা বলা বা দাঁত ব্রাশের মতো কাজের ফলে এ বেদনা বৃদ্ধি পায়।

২০ থেকে ৬০ বছরের মধ্যবর্তী বয়সের মানুষরাই এ রোগে সর্বাধিক আক্রান্ত হন। সালমানের শরীরেও যখন এ রোগের উপসর্গ দেখা দিতে শুরু করে তখন তার বয়স ৪০-এর কাছাকাছি

চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করেছেন ৪৫বছরের শিক্ষক||Fourth grade student, 45-year-old married teacher


Daluya Badarganj at Government Primary School Assistant Teacher, Jahangir Badshah (45), a student of the same school in the fourth grade were allegedly coaxed married. He wrote 63 percent of the land in the name of the child married.
Schools and local sources, at Bishnupur Union osamanapura sarakarapara as an assistant teacher at King Jahangir joined the school in 000. He has a wife and two daughters. The fifth grade class has one daughter and another girl child.
Locals 01, he married the girl in the fourth grade. The temptation for many parents would like to see his daughter. But the marriage did not know anyone in the area or neighborhood so.
https://www.youtube.com/watch?v=h7CZMdQeUnQ
Van her father told this correspondent, "father mui giraba people. His great wealth. Biao did not want to give mui poratoma betika. But Ai never leave Beti's five. Leki with 63 decimals of land in the name of Beti kotota Jaya Biao I'll be able to shut up. Kako does not know these things. "
Locals recently took her daughter home Jahangir, free travel, and the neighbors were suspicious of the movement. On Tuesday, the girl's father finally admitted to the neighbors about marriage.

Asked to marry the girl admitted to medical Jahangir Badshah. He said, 'Brother, which has become. Please do not write it in the newspaper. My job will be hurt. "
https://www.youtube.com/watch?v=QqswGNRIRKA
Islam said the headmaster, the first to the fourth grade in her class, was one roll. However, after marriage, she could not check. Asked about marriage, "said Jahangir married woman recently found out. But do not complain because they were unable to take any action against him. "

The marriage is the union of registered Kalupara of Tarash nikahanibandhaka Nazrul Islam. Asked Nazrul Islam said, "the phenomenon a long time ago, I do not remember at this moment, to see the book."

Assistant district education officer Shahedul Haque said, "One should not interfere with personal issues. He is, seven to marry. "\

However, the district education officer Mohiuddin Ahmed, a 10-year-old fourth grader. At the age of marriage of girls can not be in any way. The investigation will take legal action against the accused teacher.

Upazila Executive Officer (UNO) Dr Ishtiaq Ahmed said, "to investigate the incident after learning education officers have commanded. If the marriage and those accused in the report of the courses involved in the legal action will be taken against them. "

বিসিএল কাঁপাতে ব্যাট হাতে মাঠে নামছেন রিয়েল টাইগার আশরাফুল||BCL rock out with the bat coming at the real Tiger Ashraful


Ashraful is widely expected to finally name the angels with the bat. BCL was coming rock out. And going up to the ban a few days later. And he's able to play.


Starting Bangladesh Cricket League (BCL), the fifth game of the tournament. The first-class cricket league franchise BCL
For all the efforts of the Bangladesh


BCL's going to be one and a half months later. Ashraful BCL have no problem to play. From August 14 to be able to take part in all forms of cricket before Ashraful said.

In this regard, it may be said that the ICC is well known. According to the appeal board. According to the ICC, national and BPL season like he can not play.

However, we have no problem to play BCL Ashraful. Starting from September edition of the game long 0. Ashraful fans here can see.

নিজের মেয়েকে বিয়ে করলেন বাবা !||He married his father's daughter!


Boy or girl of his dreams was to marry her step-mother babarai all. Andy had the same dream barnarderao (31). After his 16-month-old daughter Poppy My biggest dream was to marry her crazy. However, there sat in a tragic accident.
Doctors told her daughter suffering from a brain tumor. You will be left with only two days. Bernard wanted to fulfill a promise to marry her. But who will marry this girl. In the end, decided not to defend himself, he promised to marry her.
Hurriedly made her co-workers. Sadness is a 'marriage' was performed and papira Bernard. The bride's mother gave papike easily adjust sammi Bernard (9), elder brother raila (6) and Jenson (4).

Bernard said, "since the birth papira I told him, one day he will marry in the Magnificent. But that would never happen. Our hearts have been broken forever. However, I wanted to keep her promise. For me it is not a marriage, but he got a wedding day.

Poppy suddenly fell ill on February 14. His mother took him to the doctor, they said, papira brain tumor. All of the food stops. Sammi said, at one point papira calcium levels. Bernard to the United States because he could not stay. He was briefed on everything.

Papike was admitted to the hospital. But was unable to do. Papike doctors asked him to take home. Says there is no chance of survival and papira. He's only two will survive. So hastily was the daughter of his father decided to keep the promise.

Papike wedding day is a bit of effort to keep awake. She was asleep in her father's shoulder repeatedly. Sammi papira mother said, "I gave birth to a fairy. But she is lost to me now. I remember papike people. "

একই মঞ্চে একসঙ্গে দুই বোনকে বিয়ে করলেন হায়দার !||Haider was married to two sisters at the same stage together!


Many of the discussions that led to exceptional events such exceptions asenatai! Multan in Pakistan's Azhar hayadari young married two sisters together on the same stage with a fierce discussion esechenadui his cousin of the bride, another cousin.


হার্টের জন্যে উপকারী হাতের কাছের আদা রসুন


জি এন সি নামে একটি ভাইটামিন শপে ক্লোরোফিল ক্যাপসুল খুঁজছিলাম। নাম লতা হলে কি হবে পাতার মত সূর্যের আলো দিয়ে ক্লোরোফিল তৈরি করতে পারি না। বৃক্ষের গুণাগুণ হয়ত কিছুটা পেয়েছি কিন্তু জীবনের ক্লোরোফিল সেখানে খুব জরুরি। রবীন্দ্রনাথের রক্তকরবী'র মত আমার পজেটিভ নন্দিনী মন সেই অভাব পূরণ করেছে আজীবন। আমার আনন্দে বেঁচে থাকাই সকল শক্তির উৎস ছিল। আজ কিছুদিন একটা মানসিক ট্রমা কেমন যেন অবসাদে ভরে তুলছে। দেশ দেশ করে এই রোগে ভুগছি আমরা অগুনতি মানুষ। 
প্রতিদিন রক্তপাত প্রতিদিন হত্যা ধর্ষণ সরকারকে আনস্টেবল করার পাঁয়তারা আর সরকারে যারা আছেন তাদেরও অসভ্যতা আর নেয়া যাচ্ছে না। এসব নতমুখে মেনে নেয়া সভ্য সমাজের জন্যে অসম্ভব। হয়ত সেকারণেই এই অবসাদ। জি এন সি স্টোরের পিছনের দিকের আইল থেকে হেটে এলেন টান টান লম্বা চওড়া কার্লি কার্লি চুলের এক সুন্দরী আফ্রিকান ফিচারের ভদ্রমহিলা।
 এসেই দেখিয়ে দিলেন সঠিক আইল যেখানে অন্যান্য ভাইটামিনের সাথে ওটাও রয়েছে। শুনেছি সিনামন পাউডার। কালিজিরা তেল আর মধু দিয়ে মেড়ে খেলে সাথে একটা ক্লোরোফিলও খেতে হবে অবসাদ দূর করতে হলে। আমি তাকে বুঝিয়ে বলে পরামর্শ চাইলাম হার্টের জন্যে এটা কতটা ভাল সে ব্যাপারে।  আমি চিরদিন কান্ট্রি ডক্টরস রেমেডিতে বিশ্বাস রাখি। কেমিক্যালস আর সার্জারি থেকে আমার মন বহু দূরে থাকে। আমার নানী আমাদের কান্ট্রি ডক্টর ছিলেন। জন্ম থেকে বহু ছোটখাট চিকিৎসায় আমার নানী এবং মাকে দেখেছি সমাধানের উপায় বলে দিতেন। তেমনি আজ এই স্টোরে দাঁড়িয়ে এই অসাধারন শ্যামলা সুন্দরী আমাকে একটা নতুন প্রাকৃতিক ওষুধের কথা বললেন, যা একজন ইন্ডিয়ান ভদ্রলোককে ওপেন হার্ট সার্জারি থেকে বাঁচিয়েছে। সার্জারির ভয়ে আমেরিকা থেকে ইন্ডিয়ায় ফিরে গিয়ে তাঁর বৃদ্ধা মায়ের উপদেশে ভদ্রলোক তিন মাস এই ভেষজ খেয়েছেন এবং পর্যাপ্ত ঘুম, তেল ছাড়া খাবার আর প্রাতঃভ্রমণ করেছেন প্রতিদিন একঘন্টা। আমেরিকাতে ফিরে এলে ওনার ছেলে মেয়েদের জোরাজুরিতে আবারও এনজিওগ্রাম করে দেখেছেন, ডাক্তাররা আর্টারিতে আর কোন ব্লক খুঁজে পাননি।  ভদ্রমহিলা তখনো কিন্তু বলছেন না রেসিপিটা কি! আমি তো অস্থির হয়ে উঠলাম জানার জন্যে যেমন এই মুহূর্তে আপনাদেরও হচ্ছে। হ্যাঁ বন্ধুরা আমিও খেতে শুরু করেছি। 

বিশ্বাস করুন হলফ করে বলছি ইট ওয়ার্ক্স। ইট ডাজ। অবাক হয়ে অনুভব করছি এক অলৌকিক পরিবর্তন। আগে আমি এক দৌড়ে তিনতলায় উঠতাম, কিছুদিন হল তিনবার থামতে হয়। আজ দু'দিন কিন্তু সেই কষ্টটা কমে গেছে। এমন ধন্বন্তরি ওষুধ আর হয় না। এবার বলি, এক কাপ রসুন, এক কাপ আদাকুচি, অল্প পানিতে সেদ্ধ করে নিন। এক কাপ মধু আর দুই কাপ আপেল সাইডার ভিনিগার দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। হয়ে গেল মজাদার জিঞ্জার সস। কাচের মুখবন্ধ জারে করে ফ্রিজে রেখে দিন। এইবার সকালে দুই চামচ, রাতে এক চামচ খান, ব্যাস আর ভাবনা নেই। খেতেও কিন্তু সস বা আচারের মতই লাগে।  এতে আর্টারি ব্লক খুলতে সাহায্য করে। ব্লাড ভেসেলসগুলো প্রসারিত হয়। ব্লাডপ্রেশার কন্ট্রোল থাকে। ওজন কমে আর বুকের ভেতর চাপ ধরা কষ্ট কমে যায়। বন্ধুরা মনে রাখতে হবে সুস্থভাবে বেঁচে থাকার কিন্তু কিছু বেসিক শর্ত আছে, সে হল পরিষ্কার থাকা, পরিমিত আহার, উত্তম নিদ্রা, শান্তিপূর্ণ অবস্থান ও ধ্যান ( মেডিটেশান)। সবাই ভাল থাকুন। সবার হৃদয়ে আনন্দ জেগে থাক। মঙ্গল হোক। যেকথা বলা হয়নি সে হল ওই আফ্রিকান ফিচারের লম্বা শ্যামলা সুন্দরী আমাদের বাংলাদেশের মেয়ে। নাম ফরিদা। আমিও সেকথা যেমন গল্পের শেষে জেনেছিলাম আপনাদেরকেও তাই জানালাম। উনার কল্যাণ হোক।  to know more news
click here