Hell will also save you from the horrors of blessings|যে দোয়া জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে ।


যে দোয়া জাহান্নামের আগুন থেকে মক্তি দিবে । 
রাব্বানা - ইন্নানা -আ-মান্না - ফাগপিরলানা - জুনু-বানা -ওয়াক্বিনা - আজা-বাননার 
Allah has created human beings as the pinnacle. Life has revealed the Qur'an as a guide to conduct. Those who live according to the Quran. The good news for them is Paradise. And those who would oppose law. His commands pertaining to refrain from their torment in Hell. So getting rid of the horrors of hell, also believed to be the faith and do good karajahannamera six arakanera being released from the horrors of the need to pray to God for; Servants of Allah in the Quran itself has taught them. Allah says:

Pronunciation: rabbana innana A-manna-bana oyakbina phagaphiralana Junoon's not aja-Ban.

Meaning: Our Lord! Indeed, we believe. So forgive our sins and save us from the horrors of hell. (Surah Al-Imran: verse 16)

Muslim Ummah Allah Almighty to grant him the right belief. Always the good deeds of the Almighty; and the horrors of hell also grant salvation.
Amen.


অল্পের জন্য রক্ষা পেলেন সাকিব আল হাসান ।

কটুর জন্য সকাল বেলাতেই বড় এক দুঃসংবাদ শোনার হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ। আজ সকালে কক্সবাজারের ইনানি ​সৈকতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অলরাউন্ডার সাকিব আল হাসানকে কক্সবাজারে পৌঁছে দিতেই উড়ে গিয়েছিল হেলিকপ্টারটি। 
জানা গেছে বিজ্ঞাপনের একটি কাজে অংশ নিতে সাকিব এখন কক্সবাজারে। ইনানির একটি হোটেলে তাঁকে নামিয়ে দিতে বেসরকারি প্রতিষ্ঠানের এই হেলিকপ্টার উড়ে যায়। সাকিবকে নামিয়ে দিয়ে ফেরার পথে কিছু দূর গিয়ে ইনানি সৈকতেই বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এতেই হতাহতের ঘটনা ঘটে। সাকিব এর আগেই নেমে গেছেন। তিনি নিরাপদে আছেন। সাকিবের সঙ্গে কক্সবাজারে শুটিং করতে যাওয়া নাফিজ আহমেদ মোমেন প্রথম আলোকে জানিয়েছেন, ‘আমরা নিরাপদেই ল্যান্ড করেছি। আমাদের নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গেই আরও 
কজন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি ফিরে যাচ্ছিল। হেলিকপ্টারের পাখা তখনো বন্ধই হয়নি। শুধু আমাদের নামিয়েছে আর ওদের তুলে নিয়েছে। এরপর কিছু দূর গিয়ে ইনানি সৈকতেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।’স্বাভাবিকভাবেই সাকিব কেমন আছেন এ নিয়ে মানুষের মধ্যে প্রবল উদ্বেগ দেখা দিয়েছে। নাফিজ আশ্বস্ত করেছেন, ‘আমরা সবাই নিরাপদেই আছি। ফিরে যাওয়ার পথে ঘটনাটি ঘটেছে। এর আগেই আমরা নেমে যাই। যত দূর জানি, হেলিকপ্টারের পাইলট আর তাঁর পাশে বসা যাত্রীই বেশি আঘাত পেয়েছেন। পাশে বসে ছিলেন শাহ আলম ভাই। তিনি মারা গেছেন। আর পাইলটকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে। তিনজন আহত হয়েছেন এই ঘটনায়।’